105
thumb Captured By: রাজীব মুখার্জি
              • 21-03-2022   9:07 PM •      Captured By: রাজীব মুখার্জি   105

মৌরিগ্রামের তেলের ডিপোয় ফের শ্রমিক বিক্ষোভ। অশান্তির আঁচ করে সতর্ক প্রশাসন।

রাজীব মুখার্জি:- হাওড়া:-সোমবার সকালবেলা ইন্ডিয়ান অয়েল গেটের সামনে শ্রমিকদের আইএনটিটিইউসির ঝান্ডা ধরে ফের স্লোগান দিতে দেখা গেল। মৌরিগ্রামের ইন্ডিয়ান অয়েলের ডিপোতে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ফের অশান্তি হতে পারে বলেই আঁচ করছে প্রশাসন। নাজিরগঞ্জ থানার পক্ষ থেকে মনে করা হচ্ছে এর জেরে কোন বড় ধরনের ঘটনা ঘটতে পারে।

তাই বিক্ষোভের খবর এসে পৌঁছাতেই ওই ডিপোর সামনে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি কোন বড় ধরনের অশান্তি যাতে দানা বাঁধতে না পারে তার আগাম প্রস্তুতির জন্য ওই এলাকার সমস্ত দোকানপাট প্রশাসনের তরফ থেকে বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়। তবে বেলা গড়ালেও এখনো অব্দি কোন ধরণের অশান্তির খবর নেই বলেই প্রশাসন সূত্রের খবর। তবে গোটা ঘটনার দিকে কড়া নজর রাখা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে।

তবে আজকের এই বিক্ষোভ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয় উল্লেখ্য গত বছরে এই তেলের ডিপোতে কর্মরত শ্রমিকেরা অনেকবার বিক্ষোভে সামিল হয় বিক্ষোভের জেরে কয়েকদিন কাজও বন্ধ করে রাখা হয় পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেয় কর্মরত শ্রমিকেরা