119
thumb Captured By: সুদীপ্ত মিত্র
              • 21-03-2022   9:17 PM •      Captured By: সুদীপ্ত মিত্র   119

কোভিড হাসপাতালে আগুন নেভানোর মহড়া।

সুদীপ্ত মিত্র, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম কোভিড হাসপাতালে আগুন নেভানোর মহড়া হলো। এদিন ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাত, জেলা হাসপাতাল সুপার ইন্দ্রনীল সরকারের সহ প্রশাসনিক আধিকারিকের উপস্থিতিতে অগ্নিনির্বাপক প্রশিক্ষণ (মক ড্রিল) দেওয়া হলো ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তব্যরত নার্সদের। প্রশিক্ষণ দিলেন ঝাড়গ্রামের ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের অফিসাররা।

হটাৎ আগুন লাগলে কি করবেন বা কি করবেন না তা বুঝিয়ে বলেন। অগ্নিনির্বাপক যন্ত্র কিভাবে কাজ করে তা ডেমোর সাহায্যে বুঝিয়ে দেন। ঝাড়গ্রাম হাসপাতাল সুপার ইন্দ্রনীল সরকার জানান, প্রতি মাসে নিয়ম করে আমরা নার্সদের এই ট্রেনিং দেব। যাতে আগুন লাগলেও বড় বিপদ যাতে না হয়।

ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাত বলেন, আজকে অগ্নিনির্বাপক প্রশিক্ষণ (মক ড্রিল) হাসপাতালের কর্মীদের দেওয়া হয়েছে যাতে কোনো বিপদ হলে তারা তা সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারেন তাতে বিপদের ঝুঁকি অনেকটাই কমে যাবে