75
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 24-03-2022   4:55 PM •      Captured By: আশীষ কুমার দুবে   75

দীঘায় বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশনের ২৫ তম বাৎসরিক সাধারণ সভা।

পূর্ব মেদিনীপুর : আশীষ কুমার দুবে : দীঘায় বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশনের ২৫ তম বাৎসরিক সাধারণ সভার শুভ উদ্বোধনী অনুষ্ঠান হলো নিউ দীঘার কনভেনশন সেন্টারে । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মৎস্য মন্ত্রী অখিল গিরি , চন্ডিপুর এর বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী , বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার উদ্দিন , জেলা পরিষদের শিক্ষা কর্মা দক্ষ তথা প্ৰাক্তন জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মন্ডল , কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না, কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল , বেঙ্গল কাজু এসোসিয়েশন এর সম্পাদক মলয় সামন্ত , ও পশ্চিমবঙ্গ কাজু সংগঠনের সহ অন্যান্য অতিথিবৃন্দগন.এদিন পশ্চিম বঙ্গ রাজ্য কাজু সংগঠনের পক্ষে মৎস মন্ত্রী অখিল গিরি, ও অভিনেতা তথা পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর বিধান সভার বিধায়ক সোহম চক্রবর্তী কে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়। আজ কাজু কনফারেন্সের শুভ উদ্বোধন করেন মন্ত্রী অখিল গিরি, তিনি বলেন পূর্ব মেদিনীপুর জেলার কাজু শিল্প বাংলার কাজু শিল্প কে অগ্রগতির পথ দেখাচ্ছে এবং এই শিল্পের সাথে বহু মানুষ যুক্ত আছেন, আগামী দিনে সারা রাজ্যে কাজু শিল্প জোয়ার আনবে এবং তিনি কাজু সংগঠনের কর্মকর্তা দের অভিবাদন জানান ।

এদিন রাজ্যের বহু জেলা থেকে কাজু সংগঠনের ব্যবসায়ীরা যোগদান করেন । উল্লেখ কাজু শিল্পে পূর্ব মেদিনীপুরের কাঁথি হলো বাংলার অন্যতম স্থল।।