141
thumb Captured By: রাজীব মুখার্জি
              • 25-03-2022   5:01 PM •      Captured By: রাজীব মুখার্জি   141

আনিশ হত্যা মামলার বিচার চেয়ে অধীর ও সালেম খানের 'ন্যায় বিচার যাত্রা' সিটকে রেজিস্টার্ড ক্রিমিনাল টিম বলে তোপ অধীরের

রাজীব মুখার্জি, হাওড়া: শুক্রবার হাওড়ার আমতা থেকে ন্যায় যাত্রা করে রাজ্য জাতীয় কংগ্রেস। এদিন সকালে আনিশের বাড়ি আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। আনিশের বাবার সঙ্গে দেখা করেন তিনি।

আনিশের বাবার হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। হাওড়া আমতা কুশবেরিয়া পঞ্চায়েত অফিস থেকে বাইনান, শশীতলা হয়ে গদি বাজার পর্যন্ত পদযাত্রার সূচনা করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রথমে শহীদ বেদিতে মাল্যদান তারপর পদযাত্রা শুরু হয়। আনিশকাণ্ডে দোষীদের গ্রেফতার ও অবিলম্বে তার প্রতি ন্যায় বিচার চেয়েই এই মিছিল বলে প্রদেশ কংগ্রেস সূত্রের খবর।

এই মিছিলে নিজের ছেলের মৃত্যুর বিচারের দাবিতে পা মেলান মৃত আনিশের পিতা সালেম খান মিছিলে হাঁটতে হাঁটতে অধীর অভিযোগ করে বলেন আনিশ হত্যার পরই মুখ্যমন্ত্রী সিট গঠন করে দাবি করেছিলেন ১৫ দিনের মধ্যেই অপরাধী ধরা পড়বে কিন্তু চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেলেও প্রকৃত অপরাধীরা এখনো অধরা রয়েছে তিনি দাবি করেন বাংলার সব চেয়ে বড় মিথ্যবাদীর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সব চেয়ে বড় প্রতারক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের সঙ্গেও সর্বাধিক বিশ্বাসঘাতকতা করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দাবি করেন তিনি তাই বিচার চাইতে রাস্তায় নামতে হয়েছে বলেই দাবি করেন তিনি পাশাপাশি তিনি আরো অভিযোগ করে বলেন তাপস কান্দু খুন হন, ইলিনা খাতুন আত্মহত্যা করতে বাধ্য হন, পানিহাটির পৌর প্রতিনিধি খুন হয়, রামপুরহাটে দশ জনের বেশি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে দেওয়ার ৩ থেকে ৪ দিন বাদে সেখানে ভ্রমণ করতে যাওয়া উচিত বলে মুখ্যমন্ত্রীর মনে হয়েছে সেখানে পৌঁছে সরকারি আধিকারিকদের নিয়ে পিকনিক করেন সরকারি আধিকারিকদের মাধ্যমে টাকা ছড়িয়ে সব করে দিয়েছেন বলে প্রচার চালান বলেই অভিযোগ করেন অধীর রামপুরহাটের ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানোর জন্য হাই কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে তিনি বলেন ভারতের বিচার ব্যবস্থা বেঁচে আছে বলে সাধারণ মানুষ এখনও বিচারের আশা করে থাকেন বলেই দাবি করেন তিনি যদি এই তদন্তভার সিবিআইয়ের হাতে না গেলে রাজ্যের বুদ্ধিজীবী ও সচেতন মানুষের মনে অনেক প্রশ্নচিহ্ন থেকে যেত বিচারব্যবস্থার অভিজ্ঞতা ও নিরপেক্ষতা বজায় রেখে রি তদন্তের ভার সিবিআইকে দেওয়ার জন্য তিনি বিচারপতিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পাশাপাশি তিনি বলেন এই সিবিআই তদন্ত কোর্টের নজরদারিতে হোক এটাই তারা চান তিনি দাবি করেন বিচারব্যবস্থার উপরে পূর্ণ আস্থা থাকলেও সিবিআইয়ের উপরে পূর্ণ আস্থা তৈরি হবে যদি বিচারকের অধীনে তদন্ত হয় পাশাপাশি তিনি সিটকে রেজিস্টার্ড ক্রিমিনালদের টিম বলেই কটাক্ষ করেন তিনি বলেন সিটের মাথায় যারা আছেন তারা নিজেরাই খুনি তিনি দাবি করেন রিজবাণুর কাণ্ডে এই সিট ছিল হত্যাকারীর দল এক হত্যাকারী আরেক হত্যাকারীকে কিভাবে খুঁজবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি তিনি স্পষ্ট অভিযোগ করে বলেন রামপুরহাটের বগটুই গ্রামে পুলিশ, তৃণমূল ও তৃণমূলের নেতারা এতজনকে পুড়িয়ে মারলো মুখ্যমন্ত্রী গেলেন আর তাদের ঘায়ে নুনের ছিটে দিয়ে এলেন কারো মৃত্যুর দাম ৫ লাখ টাকা, বাড়ির ক্ষতিপূরণ সবই সরকারি কোষাগার থেকেই দেওয়া হচ্ছে তিনি আরো অভিযোগ করে বলেন মুখ্যমন্ত্রী সত্যি নিরপেক্ষ হলে আগেই যেতেন বগটুই গ্রামে ও তিনি সিবিআইকে দিয়ে তদন্ত করাতেন পাশাপাশি ফের তিনি অনিশকাণ্ডের তদন্ত কোর্টের অধীনে সিবিআইকে দিয়েই করানোর দাবি জানান উল্লেখ্য গতকাল সিটের মাধ্যমে তদন্তের পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজে যান বগটুই গ্রামে সেখানে তিনি মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও বাড়ি মেরামতের জন্য ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন তার নির্দেশে ওই এলাকার অঞ্চল সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ যদিও আনারুল নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করে তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন