133
thumb Captured By: সুদীপ্ত মিত্র
              • 29-03-2022   07:00 AM •      Captured By: সুদীপ্ত মিত্র   133

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলোর ডাকে দুদিনের সাধারণ ধর্মঘটকে সফল করতে ঝাড়গ্রাম শহরের বুকে রবিবার এক বিশাল মিছিল করল সিপিআইএম।

সুদীপ্ত মিত্র, ঝাড়গ্রাম: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলোর ডাকে দুদিনের সাধারণ ধর্মঘটকে সফল করতে ঝাড়গ্রাম শহরের বুকে রবিবার এক বিশাল মিছিল করল সিপিআইএম। কেন্দ্র ও রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে মোট ১২ দফা দাবির ভিত্তিতে আগামী ২৮ শে মার্চ ও ২৯ শে মার্চ দু'দিন সারা ভারত বনধের ডাক দিয়েছে। এদিন ঝাড়গ্রাম স্টেশন সংলগ্ন সিপিআই এর শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় থেকে এক বিরাট মিছিল বের হয়।

সিপিআই নেতাদের দাবি, এদিনের মিছিলে হাজারেরও উপরে মানুষের হাজির ছিল। স্টেশন থেকে মিছিল শুরু হয়ে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে। সিপিআই এর মিছিলের পাশাপাশি পৃথকভাবে বনধের সমর্থনে ঝাড়গ্রামে এসইউসিআই কে মিছিল করতে দেখা যায়। সাধারণ ধর্মঘট সফল করার জন্য শনিবার ঝাড়গ্রাম শহরে এক বৃহৎ মিছিল করে সিপিআইএম।

এছাড়াও গোপীবল্লভপুরে ঝাড়গ্রাম জেলা সিপিএমের সম্পাদক প্রদীপ সরকারের নেতৃত্বে বনধের সমর্থনে মিছিল সংঘটিত হয়