116
thumb Captured By: রাজীব মুখার্জি
              • 29-03-2022   07:56 AM •      Captured By: রাজীব মুখার্জি   116

হাওড়াতে সেভাবে প্রভাব নেই বন্ধের। জোর করে রাস্তা অবরোধে আটক বাম কর্মীরা।

রাজীব মুখার্জি:- হাওড়া:বামেদের ডাকা ৪৮ ঘন্টার প্রথম দিনের বন্ধে স্বাভাবিক রয়েছে জন জীবন। জেলার কোথাও এখনো বন্ধের প্রভাব সেভাবে চোখে পড়ল না। জেলার বেশ কিছু স্থানে আজকে বামেরা বন্ধের সমর্থনে মিছিল করে।

যদিও সতর্ক প্রশাসন কড়া হাতে মোকাবিলা করে পরিস্থিতির। যদিও হাওড়ার দাসনগর সানপুর মোড়ের কাছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বন্ধ সমর্থন কারীদের। তারা শানপুর মোড় অবরোধের চেষ্টা করে। উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়ে বাম কর্মীরা।

বেশ কিছুক্ষন এই পরিস্থিতি চলার পরে পুলিশ তাদের রাস্তা অবরোধ তুলে দেয় ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে দাসনগর থানার পুলিশ এই ঘটনা ছাড়া মোটের উপরে সপ্তাহের প্রথম দিনেই বামেদের ডাকা ৪৮ ঘন্টার প্রথম দিনে বাংলা বন্ধে জনমানসে সেভাবে সারা দেখা যায় নি বাস, ট্রেন ও ফেরি পরিষেবা সচল রয়েছে অন্যান্য দিনের মতোই হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা ও হাওড়া ব্রিজেও জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে