134
thumb Captured By: নিজস্ব সংবাদদাতা
              • 29-03-2022   11:48 PM •      Captured By: নিজস্ব সংবাদদাতা   134

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী প্রকল্প,পেট্রোল,ডিজেল,জ্বালানি গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশজুড়ে বনধ

নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর :- কেন্দ্রীয় সরকারের জনবিরোধী প্রকল্প,পেট্রোল,ডিজেল,জ্বালানি গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশজুড়ে বনধ পালন করছে বামপন্থী এবং তার সহযোগী সংগঠন সমূহ। কিন্তু বাংলায় বনধ নিষিদ্ধ। এরাজ্যে তৃনমূল কংগ্রেস বামপন্থীদের দাবিগুলো মানলেও বনধে র বিরোধী।

তাই পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে পথে নেমে মিছিল মিটিং করে প্রতিবাদের পথে নেমেছে তৃনমূল এবং তার শাখা সংগঠন। আজ মেদিনীপুর জেলা তৃনমূল ছাত্রপরিষদের উদ্যোগে মেদিনীপুর কলেজ মাঠ থেকে প্রতিবাদ মিছিল বের করে শহর পরিক্রমা করে কালেক্টরেট মোড়ে মিছিল শেষ হয়। মিছিল শেষে মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়।প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা , ছাত্র নেতা আরবাজ হোসেন সহ প্রায় হাজার তিনেক ছাত্রছাত্রী।

পাশাপাশি মেদিনীপুর শহর যুব ও তৃনমূল কংগ্রেসের উদ্যোগে শহরের বিদ্যাসাগর হল থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় মিছিল এ নেতৃত্ব দেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, ভাইস চেয়ারম্যান অনিমা সাহা, কাউন্সিলর সুসময় মুখার্জি জেলা যুব সভাপতি সন্দিপ সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ