263
thumb Captured By: Internet
              • 30-03-2022   10:11 PM •      Captured By: Internet   263

৪৮ ঘণ্টার মধ্যেই ফের কাঁপিয়ে ঝড়-বৃষ্টি বাংলায়...কোন কোন জেলা ভিজবে বৃষ্টিতে !

নম্রতা মজুমদার : উত্তর-পূর্ব থেকে বিহার পর্যন্ত রয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্য বিশেষ করে অসম, মেঘালয় এবং সিকিম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

বজ্রবিদ্যুত্‍-সহ হালকা বৃষ্টি হবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে, বজ্রবিদ্যুত্‍-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,পুরুলিয়া,বাঁকুড়া এই চার জেলায় শুক্র-শনি বার তাপপ্রবাহের সর্তকতা।

উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস গরমের সঙ্গে জলীয়বাষ্প বাড়ায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে আগামীকাল থেকে তাপপ্রবাহ শুরু হবে বলে অনুমান আবহাওয়াবিদদের দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিন