138
thumb Captured By: Internet
              • 30-03-2022   10:12 PM •      Captured By: Internet   138

কাজ হয়না পঞ্চায়েত অফিসে ! লাঠি কুড়ুল নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও আদিবাসীদের

নম্রতা মজুমদার : পাকা রাস্তার দাবিতে লাঠি, হাঁসুয়া, কুড়ুল ও তীরধনুক প্রভৃতি অস্ত্রসস্ত্র নিয়ে পঞ্চায়েত ঘেরাও করল আদিবাসীরা। ঘটনাটি বর্ধমান এক নং ব্লকের বন্ডুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের। এদিন ক্ষিপ্ত হয়ে তাঁরা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ দেখায়।

গ্রামের বেহাল রাস্তা মেরামতের দাবি দীর্ঘদিনের। প্রশাসনের সমস্ত স্তরে জানিয়েও কোনও সুরাহা পায়নি গ্রামবাসীরা। তাই এদিন পঞ্চায়েতে থাকা সমস্ত কর্মীদের বের করে দিয়ে অফিসে তালা দিয়ে দেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, যে পঞ্চায়েতে কাজ হয় না সেই পঞ্চায়েত অফিস ঘটা করে খুলে রাখারও দরকার নেই।

এমনকি দাবী পূরণ না হওয়া পর্যন্ত পঞ্চায়েত খুলতে না দেওয়ার হুঁশিয়ারিও দেয় তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বর্ধমান এক নম্বর ব্লকের বিডিও মৃণালকান্তি বিশ্বাস শেষমেষ তাঁর আশ্বাসে শান্ত হন গ্রামবাসীরা জানা গিয়েছে, বণ্ডুল আদিবাসী পাড়ায় যাতায়তের একটি কাঁচা রাস্তা রয়েছে বর্ষাকালে কার্যত গৃহবন্দি হয়ে পড়েন গ্রামবাসীরা ছাত্রছাত্রীরা স্কুলে যেতে গিয়ে সমস্যায় পড়েন কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে দুর্ভোগে পড়তে হয় পরিবারের লোকজনকে গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের রাস্তাটি পাকা করার জন্য ২০১৪ সাল থেকে তাঁরা তদ্বির করে যাচ্ছেন এই বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান সেখ গোলাম নবী বলেন, সমস্যার কথা জানেন জমির সমস্যার কারনেই রাস্তাটি করা যাচ্ছে না রাস্তাটি নির্মাণের জন্য যে জমির প্রয়োজন তা ব্যক্তি মালিকানায় থাকায় সমস্যা হচ্ছে জমির মালিকরা জমি দিতে চাইছেন না বলে দাবি তাঁর বিডিওকে জানানো হয়েছে বলে জানান তিনি