271
thumb Captured By: Internet
              • 31-03-2022   8:07 PM •      Captured By: Internet   271

হাওড়া স্টেশনে বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পূর্ব রেলের

রাজীব মুখার্জি, হাওড়া :টিকিট ছাড়াই ভ্রমণ এবং অনিয়মিত টিকিট নিয়ে ভ্রমণের ঝুঁকি রোধ করার জন্যই এই বিশেষ অভিযান বলেই পূর্ব রেল সূত্রে খবর। হাওড়া স্টেশনের পুরাতন বিল্ডিংয়ে এই অভিযান সংগঠিত করে পূর্ব রেল। এদিন রেলওয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রেলওয়ে ক্যাম্প কোর্টের তত্ত্বাবধানে একটি বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হয় ।

এই বিশেষ ক্যাম্প কোর্টের এই টিকিট চেকিং অভিযানের ফলে টিকিট ছাড়া মোট ৬৪৪ জন এবং বুকিংবিহীন লাগেজ নিয়ে ভ্রমণরত ৩৬ জন যাত্রীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৯ জন যাত্রীকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে শুনানি শেষে তাদের তৎক্ষণাৎ জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট চেকিং প্রোগ্রামের মাধ্যমে ৩, ৫৩, ১৬০/- আদায় করা গেছে এবং তা রেলওয়ের রাজস্ব কোষাগারে জমা করা হয়েছে। পাশাপাশি রেলের সুরক্ষা বাহিনী এবং সরকারি রেল পুলিশ যৌথভাবে এই বিশেষ ম্যাজিস্ট্রিয়াল পরীক্ষণের জন্য বাণিজ্যিক বিভাগের কর্মকর্তা ও কর্মীদের থেকে পর্যাপ্ত সহায়তা পাওয়া গেছে এই অভিযানকে সফল করতে।