125
thumb Captured By: রাজীব মুখার্জি
              • 05-04-2022   8:57 PM •      Captured By: রাজীব মুখার্জি   125

হাওড়ার তুলসীবেড়িয়াতে একশো সাঁইত্রিশ তম শ্মশানকালী পূজায় ও মিলন মেলায় ভক্ত।

রাজীব মুখার্জি: হাওড়া:জমজমাট,,,,,,,, বাবু হক,,,, হাওড়া জেলার উলুবেড়িয়ার রাজাপুর থানার তুলসীবেড়িয়া কালী মন্দির প্রাঙ্গণে, একশো সাঁইত্রিশ তম শ্মশানকালী পূজার আয়োজন করে,তুলসীবেড়িয়া শ্মশানকালী পূজা কমিটি সাত দিনের পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানান অশোক হাজরা আমাদের প্রতিনিধিকে। পূজা সূচিতে ছিল রক্ত দান শিবির, মিলন মেলা,মাতৃ আরাধনা, সুরে সুরে গানে গানে, পরিচালনা স্বামী বিবেকানন্দ কালচারাল সোসাইটি,কাব্য ও কবিতা, নৃত্য অনুষ্ঠান সুর লহরী ও এফ জে এস এক্যাডেমি র পরিচালনা পারমিতা রায় ও রবিশঙ্কর পালুই,ক্যুইজ,গীতি নাট্য ও সঙ্গীতের মেলবন্ধনে আর পালুই,গাজন যাত্রা সংসার সিন্দুকে বিষাক্ত নাগ পরিবেশনায় নাট্যধারা গাজন সংস্হা কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা র হাজারো বিকিকিনির সম্ভর। সমাজকর্মী ইকবাল দরগাই বলেন পূর্বে মহামারীর হাত থেকে রক্ষা পেতে এই কালী পূজা শুরু হয়েছে।

এই বছর তেইশ তম রক্ত দান শিবিরে পাঁচ মহিলা সহ পুরুষ মিলে তিরিশ জন রক্ত দান করেন, রক্ত সংগ্রহ করে উলুবেড়িয়া মহকুমা ব্লাড ব্যাংক শিবির পরিচালনা করেন সাবীর উদ্দিন ও দীলিপ সামন্ত। মহিলা রক্ত দাতা হলেন সদ্য স্বামী হারা শান্তনা সিং,সনকা হাজরা,পাপিয়া ঘোষ, মৌমিতা ঢোল, সুজাতা হাজরা। মহানন্দ হাজরা সহ অনুষ্ঠান পরিচালনা করেন। পূজা অনুষ্ঠানের উদ্বোধন করেন হাওড়া জিলা পরিষদের উপাধ্যক্ষ মদনমোহন মণ্ডল সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের অতিথি।

সনাতন ধর্মীয় আঁধারে পূজা অনুষ্ঠিত হয় বলে জানান রঘুনাথ কোঁড়া