170
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 06-04-2022   9:19 PM •      Captured By: আশীষ কুমার দুবে   170

চতুর্থ শ্রেণী পাশ করে যদি মুখ্যমন্ত্রী হয়, আমি তো পৌরপ্রধান।

আশীষ কুমার দুবে: কাঁথি : পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে কয়েকদিন আগে কাঁথি শহরের এক বাসিন্দাকে ডেট সার্টিফিকেট দেওয়া হয় কাঁথি পৌরসভার তরফে৷ ওই ডেট সার্টিফিকেটে একাধিকবার সাদাকালি প্রলেপ লাগিয়ে সই করেন কাঁথির পৌরপ্রধান সুবল মান্না। সেই ডেট সার্টিফিকেট মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ডেট সার্টিফিকেটে সাদাকালি প্রলেপ লাগানো যায় কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কাঁথি শহরবাসী৷ ওই সার্টিফিকেট কোন সরকারি কাজে ব্যবহার করা হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ বিতর্কে সামনে আসার পর অবশ্য ওই ডেট সার্টিফিকেট বদলে দেওয়া হয়৷এই ঘটনায় পৌরপ্রধানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা কনিষ্ক পণ্ডা৷ তিনি বলেন, বামফ্রন্টের মতো তৃণমূলও অশিক্ষিতদের পদে বসায়।

এব্যাপারে সুবল বাবু বলেন রাবড়িদেবী চতুর্থ শ্রেণি পাশ করে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন! আমি তো সামান্য একটি পুরসভার চেয়ারম্যান৷ তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে এমনটাই বললেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না। যদিও পৌরপ্রধানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক আরও মাথা চাড়া দিয়েছে৷ যদিও এবিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি সুবলবাবু৷।