116
thumb Captured By: সেখ বসির
              • 08-04-2022   8:44 PM •      Captured By: সেখ বসির   116

102 এ কল করলেই মিলবে গর্ভবতী মহিলা ও 1 বছরের বাচ্চাদের জন্য অ্যাম্বুলেন্সে পরিসেবা। জানালেন 102 এর কর্মকরতা

সেখ বসির :বর্ধমান:-বর্তমানে আমাদের রাজ্য তথা সারা পশ্চিম বাংলা জুড়ে চলছে সম্পূর্ন বিনামূল্যে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা, গর্ভবতী মহিলা ও 1 বছরের বাচ্চাদের জন্য এই পরিসেবা। 102 টোল ফ্রি নম্বরে কল করলেই মিলবে সুবিধা,কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যেগে চলছে এই পরিসেবা, বাস্তব রুপায়ন করছেন আমাদের দেশের অন্য রাজ্যের এক প্রখ্যাত সংস্থা, সেকেন্দ্রাবাদ তেলেঙ্গানার সংস্থা GVK EMRI । আমাদের প্রতিনিধি এই বিষয় নিয়ে বর্ধমানে 102 অ্যাম্বুলেন্সের কিছু চালক ও সহযোগী নার্স ও কিছু উপভোক্তার সাথে জানতে চাওয়া হয় এই 102 এর পরিষেবা বাস্তব কতটা! রোগীর বাড়ির লোকেরা জানান এই পরিষেবা পেয়ে তারা অনেক উপকৃত।

অনেক মানুষের এই পরিষেবায় সময়ের মধ্যে রোগীকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া সুবিধা মত বাড়িতে সময়ে পৌঁছানো এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের অনেক সুবিধা, এছাড়া কোভিড-19 করনার মত অতিমারির সময় GVK EMRI ভূমিকা অনস্বীকার্য । বর্ধমানের জেলার GVK EMRI এর জরুরী পরিষেবার বিভাগের আধিকারিক সেখ রবিউল জানান যে তারা এই পরিষেবা দেবার জন্য সর্বদা প্রস্তুত তিনি আরো জানান এই পরিষেবা দেওয়ার জন্য তাদের উপর মহলের কর্তৃপক্ষ সদা সর্বদা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যাতে এই পরিষেবা 102 টোল ফ্রি নম্বরে কল করা প্রতেকে সঠিক সময়ে দেওয়া যায় এছাড়া জানান পশ্চিমবঙ্গে 2017 সালে বাঁকুড়া ও পুরুলিয়ায় প্রথম চালু হয় এই পরিষেবা এটি উদ্বোধন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সরকারি আধিকারিকরা।এই প্রক্ল্প 2018 এপ্রিল মাসে বর্ধমানে চালু হয় এটি উদ্বোধন করেন তখন দায়িত্বে থাকা জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব,পুলিশ সুপার কুণাল আগরওয়াল, জেলা পরিষদের সভপতি দেবুটুডু সহ আরো সরকারি আধিকারিকবৃন্দ 102 এর পরিষেবা চালক ও নার্স রা জানান সরকারি পরিষেবা GVK EMRI এর মাধ্যমে এসে আমাদের মত অনেক বেকার যুবক যুবতী দের রুজি রোজগারের ব্যাবস্থা হয়েছে। আশাকরি GVK EMRI এই পরিষেবায় বাংলার এক উদাহরন হয়ে থাকবে।