110
thumb Captured By: রাজীব মুখার্জি
              • 10-04-2022   3:34 PM •      Captured By: রাজীব মুখার্জি   110

রামের পায়ে অঞ্জলি দিয়ে অস্ত্র পুজো শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা অঞ্জনী পুত্র সেনার।

রাজীব মুখার্জি: হাওড়া:রামমন্দিরে রামের পায়ে পুজো দিয়ে অস্ত্র পুজোর পর বর্ণাঢ্য শোভাযাত্রা হাওড়াতে। রামনবমীর পুণ্য দিনে হাওড়ার অভনী মলের সামনের রাম মন্দির থেকে সুবিশাল শোভাযাত্রা বের হল অঞ্জনী পুত্র সেনার। মিছিলে রয়েছে ঢাউস ট্যাবলো।

এই ট্যাবলো অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রতিকৃতি অনুযায়ী তৈরি করা হয়েছে। এর পাশাপাশি ওই শোভাযাত্রাতে রয়েছে ৮ ফুট উঁচু শ্রী রাম ঠাকুরের মূর্তি ও ৭ ফুট উঁচু হনুমান ঠাকুরের মূর্তি। রামনবমীর বিশেষ দিনটি প্রত্যেক হিন্দু ধর্মালম্বী মানুষের কাছে অন্যতম পুণ্য দিন। এই দিন পালন করা হচ্ছে রাজ্য জুড়েই।

এই বছর হাওড়াতে মহা ধুমধাম করে রামনবমীর এই শোভাযাত্রা চলছে এই অনুষ্ঠানে হাজার হাজার শ্রদ্ধালু মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বলেই সংগঠকদের দাবি আজকে রামনবমী পুণ্যদিনে রবিবার একটি বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হল হাওড়ার শিবপুর থানার অন্তর্গত অবনী মল এর কাছ থেকে হাওড়া থানা অন্তর্গত হাওড়া ময়দান পর্যন্ত এই বিরাট শোভাযাত্রা সহ বের হয় শোভাযাত্রার আয়োজন নিয়ে জানালেন অঞ্জনিপূত্রা ফাউন্ডার মেম্বার সুরেন্দ্র ভার্মা তিনি বলেন এটাকে তারা মিছিল বলেন না এটাকে শোভাযাত্রা বলা হয় শ্রীরামের জন্মদিনে তারা এই শোভাযাত্রা করে মানুষকে দেখাচ্ছেন রামলালার জন্য দেশের মানুষের ইচ্ছাতে যে রাম মন্দিরের নির্মাণ কাজ চলছে সেই প্রতিকৃতি তারা এই শোভাযাত্রাতে রেখেছেন পাশাপাশি বিগত কয়েক বছর ধরে তারা পশ্চিম বাংলার বুকে প্রথম অঞ্জনিপুত্র সেনার তরফ থেকে শোভাযাত্রা বের করা হয় এখন সারা রাজ্যে ১০ হাজারের বেশি শোভাযাত্রা বের হচ্ছে বলে দাবি করেন তিনি এখন গোটা পশ্চিমবাংলার বহু জায়গায় রামনবমীর শোভাযাত্রা বের হয় কিন্তু সবচেয়ে পুরনো ও বিশাল শোভাযাত্রা বের করার রেকর্ড রয়েছে হাওড়ার অঞ্জনিপুত্র সেনার বিগত দু বছরে রামনবমীর শোভাযাত্রা বের না করে শুধুমাত্র পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত করে শেষ করা হয়েছিল কিন্তু এই বছর কেন্দ্র সরকার রাজ্য সরকারের তরফ থেকে করোনার সমস্ত রকম স্বাস্থ্যবিধি নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে তাই এই দু'বছরের খামতি পূরণ করছে অঞ্জনিপুত্র সেনা তারা এই বছর বিভিন্ন ধরনের ট্যাবলোর মাধ্যমে হাওড়া শহরবাসীকে দেখাতে চাইছেন সনাতনী ধর্মের ঐতিহ্য অযোধ্যা রাম জন্মভূমি মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে সেই মন্দিরের প্রতিকৃতি যা আকারে ও আয়তনে আঠার থেকে কুড়ি ফুট বাই পনেরো ফুট ও উচ্চতা প্রায় ১০ ফুট রাম মন্দিরের আদলে তৈরি এই প্রতিকৃতি পাশাপাশি তিনি জানান এই মিছিলে এইবার নতুন করে প্রায় আট ফুট মাটির শ্রী রাম ঠাকুরের মূর্তি ও সাত ফুট হনুমান ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে তিনি জানান বিগত কয়েক বছর প্রায় কয়েক হাজার মানুষ এই শোভাযাত্রায় যোগ দিয়েছেন তিনি দাবি জানান পুলিশ প্রশাসনের তরফ থেকে অনুমতির নেওয়ার জন্য প্রায় একমাস আগেই প্রশাসনের কাছে দরখাস্ত জমা দেয়া হয়েছে তবে পুলিশ প্রশাসনের তরফে তাদেরকে এখনো অনুমতি দেওয়া হয় তবুও তারা এই শোভাযাত্রা করছেন আজকে তিনি দাবি করেন এই শোভাযাত্রাতে অস্ত্র নিয়ে বের হয় না শুধু মন্দিরে অস্ত্র পুজো করা হয় প্রতীকী অঞ্জনি পুত্র সেনার তরফ থেকে এই বিরাট শোভাযাত্রাতে বহু সংখ্যক মানুষ যোগ দিয়েছেন আজকের শোভাযাত্রাতে অংশ নিয়ে হাঁটলেন হাওড়া পৌর নিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী প্রসঙ্গত ২০১৮ সালের পর থেকেই প্রাতিষ্ঠানিক ভাবে রামনবমীর উৎসব পালন করা হচ্ছে হাওড়া শহর ও গ্রামীণ এলাকাতেও পাঁচলতেও ধর্মীয় মিছিল ও প্রচুর সংখ্যায় জন সমাগম হয় প্রাত্যহিক কয়েক হাজার মানুষের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয়