122
thumb Captured By: সুদীপ্ত মিত্র
              • 10-04-2022   8:31 PM •      Captured By: সুদীপ্ত মিত্র   122

রাম নবমীতে ৩১ ফুট উঁচু হনুমানজীর মূর্তি উদ্বোধন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি।

সুদীপ্ত মিত্র, ঝাড়গ্রাম- রাম নবমীতে ৩১ ফুট উঁচু হনুমানজীর মূর্তি উদ্বোধন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। রবিবার ঝাড়গ্রাম শহরের ৮ নাম্বার ওয়ার্ডের মেহারেবাঁধ এলাকায় শিবকালি বজরংবালি নাগা সাধুর আশ্রমে এই ৩১ ফুট উঁচু হনুমানের মূর্তি উদ্বোধন হয়। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির অন্যতম সদস্য প্রসূন ষড়ঙ্গী।

আশ্রম সূত্রে জানা গিয়েছে, আশ্রমের নাগা সাধুরা প্রায় সাড়ে চার বছর আগে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আশ্রমের যতক্ষণ না পর্যন্ত হনুমানজীর বড় মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বসবেন না যা কাজ করবেন দাড়িয়েই করবেন। সেইমতো তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সাড়ে চার বছরের মাথায় প্রায় সাত মাস সময় ধরে নির্মাণ করা হয়েছে এই ৩১ফুট উঁচু হনুমানজীর মূর্তি। মহাযজ্ঞের মাধ্যমে হনুমানজীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। মূর্তি উন্মোচনের পর মন্ত্রী অখিল গিরি বলেন, আশ্রমের ডাকে আমি এখন হনুমানজীর মূর্তি প্রতিষ্ঠা করলাম।

এখানে মহাযজ্ঞ চলছে সমস্ত ঝাড়গ্রামবাসীকে আবেদন সকলে আসবেন প্রসাদ গ্রহণ করবেন এখানে যেসব সাধুরা রয়েছেন তারা প্রতিজ্ঞা করেছিলেন হনুমানজীর মূর্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা বসবেন না বা ঘুমাবেন না দাঁড়িয়ে থাকবেন সেই মতো সাড়ে চার বছরের মাথায় তাদের প্রতিজ্ঞা পূরণ করলেন সাড়ে চার বছরের এই যে সাধনা তারা ফল পেয়েছেন