152
thumb Captured By: কানাই লাল বিশ্বাস
              • 15-04-2022   11:29 PM •      Captured By: কানাই লাল বিশ্বাস   152

তেরশো পঁচানব্বই বঙ্গাব্দে বাংলা নববর্ষ উৎসব কমিটি, বর্ধমান এর শুভ সূচনা,

কানাই লাল বিশ্বাস: বর্ধমান:বাঙালির প্রাণের প্রধান সামাজিক উৎসব বাংলা নববর্ষ উৎসব , প্রতি বছর সফলতার সঙ্গে অনুষ্ঠিত হয়, কোর্ট কম্পাউন্ডে সিধু কানহু পার্কে,বোরহাট ধর্মশালায় ,অতীতে বাংলা নববর্ষ উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা অংশ নেন, আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় বাংলা নববর্ষ উৎসব কমিটির উদ্যোগে বাবুর বাগ সি, এম, এস, হাইস্কুলের সামনে থেকে প্রভাত ফেরী শুরু হয়ে বিধানচন্দ্র স্ট্যাচুর চারিদিকে ঘুরে আবার শুরুর স্থানে এসে শেষ হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ এর অধিবাসী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র , বাংলাদেশ থেকে কবি জাহাঙ্গীর আলম মোবাইলের মাধ্যমে বাংলা নববর্ষ উৎসবের সফলতা কামনা করেন, নববর্ষ উপলক্ষে স্বরচিত সঙ্গীত পরিবেশন করেন অভিজিৎ দাশগুপ্ত, সঙ্গীত পরিবেশনায় ছিলেন, তনুশ্রী আচার্য্য, মুক্তা রায়,সবিতা চ্যাটার্জী প্রমুখ, আবৃত্তি পরিবেশন করেন, অরবিন্দ সরকার,শিখা সরকার,অরুণ সিকদার,বিউটি সান্যাল,নার্গিস বেগম,সুমনা বসু,সেখ জাহাঙ্গীর, সৈয়দ মুশাররফ আজম,নুর মহম্মদ, অংশু হালদার,পিয়ালী হালদার,আয়েত্রী মন্ডল,দেবদীপ দত্ত,সায়ন কংসবণিক প্রমুখ, শ্রুতিনাটক পরিবেশন করেন অভিজিৎ দাশগুপ্ত এবং সায়ন্তী হাজরা, বাংলা নববর্ষ উৎসব এর গুরুত্ব বিষয়ক মনোজ্ঞ আলোচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রাক্তন কর্মী সকলের প্রিয় আলমবাবু, বাংলা নববর্ষ উৎসব উপলক্ষ্যে এবং নাটক বিষয়ক আলোচনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রমাপতি হাজরা, বাংলা নববর্ষ উৎসব বিষয়ক আলোচনা করেন বিশ্বজিৎ বিশ্বাস, সার্বিক সাফল্য কামনায় ব্রতী ছিলেন, সন্তোষ সোম,তনত্রয় দাস, অর্পিতা বিশ্বাস, অঙ্কিতা বিশ্বাস,অহন মন্ডল, সঞ্জীব মন্ডল,শ্যামাপ্রসাদ চৌধুরী,নাসিম, সৌম্য পাল,গৌরীশঙ্কর দাশ, সুপ্রকাশ চৌধুরী প্রমুখ সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা, সমগ্র অণুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী সায়ন্তী হাজরা এবং সেখ জাহাঙ্গীর, সদ্য প্রয়াত নৃত্যশিল্পী ধ্রুবজ্যোতি বসু, সঙ্গীত শিল্পী তন্ময় চট্টপাধ্যায় সহ বিগত বছরে সমস্ত প্রয়াত সৃজনশীল মানুষদেরও এদিন স্মরণ করা হয়, ধন্যবাদ জ্ঞাপন করেন উৎসব কমিটির পক্ষ্যে কানাই লাল বিশ্বাস,।