164
thumb Captured By:
              • 16-04-2022   6:40 PM •      Captured By:   164

আসানসোল লোকসভা উপনির্বাচনে মুখ থুবড়ে পড়ল পদ্ম শিবির, জয়ী তৃণমূল কংগ্রেস

আনন্দ বাংলা , রাজদীপ দাস : বিজেপির কাছ থেকে আসানসোল ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। প্রথমবার আসানসোল লোকসভায় জয়ী তৃণমূল কংগ্রেস।জয়ী হলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শত্রুঘ্ন সিনহা ।

আসানসোলেও ভোট শতাংশের হার কমেছে। গত লোকসভা নির্বাচনে আসানসোলে ভোট পড়েছিল ৭৬.৬২ শতাংশ। এই উপনির্বাচনে তা কমে হয়েছে ৬৬.৪২ শতাংশ। তার পরেও গণনা পর্ব শেষে শত্রুঘ্ন জিতলেন ৩ লক্ষেরও বেশি ভোটে।

আসানসোলে বিরাট ব্যবধানে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, আসানসোলে বাবুলের জয়ের ব্যবধানকে টপকাতে পারবেন না শত্রুঘ্ন সিনহা তার কারণ হিসাবে ভোটদানের হার প্রায় ১০ শতাংশ কম হওয়ার পাশাপাশি প্রার্থী নির্বাচনকেও চিহ্নিত করা হয়েছিলদ্বিতীয় স্থানে থেকে গেলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসানসোল থেকে ১ লক্ষ ৯৭ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় কিন্তু শত্রুঘ্ন সিনহা সেই রেকর্ড ভেঙে ফেললেন জয় নিশ্চিত হওয়ার পর তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেন আসানসোলের ইতিহাস তৈরি হবে বলেছিলাম ইতিহাস তৈরি হয়েছে