171
thumb Captured By: রাজীব মুখার্জি
              • 16-04-2022   8:49 PM •      Captured By: রাজীব মুখার্জি   171

বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫ তম বর্ষ পূর্তির অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হলো।

রাজীব মুখার্জি: হাওড়া:বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫তম বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে বেলুড় মঠে। মঠের তরফে আজকে একটি বিজ্ঞপ্তিতে জানান হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আগামী ১লা মে তারিখে ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে বেলুড় মঠে।

আগামী ১লা মে ২০২২, রবিবার, সকাল ৯টা থেকে ১১:৩০ মিনিট অব্দি ভক্ত সম্মেলন চলবে মঠে। এই অনুষ্ঠানে বেলুড় মঠ থেকে প্রবেশপত্র পাওয়া যাবে। চলতি মাসের ২৪ তারিখে সকাল ৯টা থেকে ১১-৩০ ও বিকাল ৪.৩০ থেকে ৬টা পর্যন্ত প্রবেশ পত্র সংগ্রহ করতে পারবেন ভক্তরা। প্রতি একজনকে সর্ব্বোচ্চ ২টি করে প্রবেশপত্র দেওয়ার কথা জানিয়েছে মঠ কর্তৃপক্ষ।

প্রতিটি প্রবেশপত্র সংগ্রহের মূল্য ধার্য করা হয়েছে ৫০ টাকা ১লা মে তারিখে অর্থাৎ রবিবার উদ্বোধনী অনুষ্ঠান অপরাহ্ন ৪টা থেকে ৬:১০মিনিট অব্দি চলবে উদ্বোধন অনুষ্ঠানে ভক্তদের আশীর্বাণী শোনাবেন পূজ্যপাদ সঙ্ঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী এই অনুষ্ঠানে পূজনীয় সহ-সঙ্ঘাধ্যক্ষ মহারাজগণ, সাধারণ সম্পাদক মহারাজ ও অন্যান্য বরিষ্ঠ সন্ন্যাসীগণ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিকেলে সন্ধ্যারতির পর থাকবে সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ অবাধ থাকবে বলেই জানান হয়েছে বেলুড় মঠের পক্ষ থেকে প্রসঙ্গত মঠের ভিতরে দর্শনীয় স্থানগুলোতে কোভিড বিধি নিষেধের কারণে প্রবেশ নিয়ন্ত্রিত ছিল, তা তুলে নেওয়া হয়েছে মঠের অভ্যন্তরে চারটি মন্দির ছাড়াও পুরানো ঠাকুরঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ ও পুরানো মঠ (নীলাম্বর মুখার্জীর বাগানবাড়ী) দর্শন ও প্রণাম নিবেদন করতে পারবেন ভক্ত ও দর্শনার্থীরা এছাড়াও মন্দিরগুলিতে বসে উপাসনা (জপ, ধ্যান, ইত্যাদি) করতে পারবেন তারা শ্রীশ্রীমায়ের ঘাটও পুনরায় ব্যবহার করতে পারবেন এছাড়া দীর্ঘ দু বছর মঠের রন্ধন শালা বন্ধ থাকার পর ফের তা চালু করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ তাই ওই রন্ধনশালাতে তৈরি ভোগ নিবেদিত হবে ঠাকুরের উদ্যেশ্যে সেই ভোগ দুপুরে প্রসাদের মতো ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে আগের মতো বিতরণের ব্যবস্থা করা হবে আজকের বিশেষ দিনে পাশাপাশি আজকে সন্ধ্যায় পূর্বের ন্যায় সন্ধ্যারতির সময় মন্দিরে বসতে ও আরতি দর্শন করতে পারবেন বেলুড় মঠে আগত সমস্ত দর্শনার্থী ও ভক্তরা