109
thumb Captured By: রাজীব মুখার্জি
              • 17-04-2022   6:56 PM •      Captured By: রাজীব মুখার্জি   109

উচ্চ আদালতে কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত না দিলে সুপ্রিম কোর্ট যাবেন দাবি মৃত আনিশের পিতা সালেম খানের।

রাজীব মুখার্জি: হাওড়া:আজকে মধ্য হাওড়ার পিএম বস্তি এলাকাতে রমজানের ইফতারে এসে ফের কলকাতা উচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানান মৃত আনিশ খানের বাবা সালেম খান। তিনি বলেন আগামীকাল কলকাতা উচ্চ আদালতের রায় ঘোষণার কথা। কাল উচ্চ আদালত যা রায় দেবে তার পরবর্তীতে পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি।

তিনি চান আগামীকাল বিচারপতি উচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ দিক। নাহলে তারা সুপ্রিম কোর্টে বিচার চাইতে যাবেন বলেই দাবি করেন তিনি। পাশাপাশি দেশের রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে তার। তিনি আজকে ফের সিটের তদন্তের উপরে কোনো আস্থা নেই বলেই দাবি করেন।

তিনি দাবি করে বলেন আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হলে তবেই প্রকৃত আসামিরা ধরা পড়বে প্রসঙ্গত আনিশ খান হত্যা কাণ্ডের ৫০ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনও মূল অভিযুক্তরা অধরা রয়েছে বলেই মৃত আনিশের পরিবারের লোকদের থেকে অভিযোগ উঠেছিল পাশাপাশি সিটের তদন্তে কোনো ভরসা নেই বলেও বারংবার প্রকাশ্যেই মুখ খুলেছিলেন তিনি ও তার পরিবারের সদস্যরা আজ ফের সেই জায়গাতেই তিনি দাঁড়িয়ে আছেন বলেই দাবি করেন তিনি