119
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 20-04-2022   11:00 PM •      Captured By: আশীষ কুমার দুবে   119

দীঘার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো লক্ষী ভান্ডার প্রকল্প ও ৬তম বেঙ্গল বাণিজ্য সম্মেলনের অনলাইন শুভ উদ্বোধন

দীঘা : আশীষ কুমার দুবে : পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৌকত নগরী দীঘাতে অনুষ্ঠিত হলো লক্ষী ভান্ডার প্রকল্পের নতুন রুপরেখা এদিন জেলার বহু জায়গাতে থেকে মহিলা আসেন লক্ষী ভান্ডারের প্রকল্পে নিজেদের অন্তর ভুক্ত করতে । যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যার শুভারম্ভ করেন কলকাতার বাণিজ্য সম্মেলন অনুষ্ঠান থেকে। এবং এদিন পশ্চিম বঙ্গের মৎস্য মন্ত্রী তথা লোকাল বিধায়ক অখিল গিরি যার শুভারম্ভ করেন দীঘা থেকে এবং পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাজী অনুষ্ঠানের পুরোভাগে পৌরোহিত্য করেন ।

জেলা শাসক পূর্ণেন্দু মাজী বলেন দীঘা তে ১৫০০ মহিলা কে লক্ষী ভান্ডার এর সার্টিফিকেট হাতে দেয়া হচ্ছে,আর সমগ্র জেলাতে ২২০০০ এবং সারা রাজ্যে ৫ লক্ষ মহিলা দের লক্ষী ভান্ডারের আওতায় আনা হবে অর্থ বর্ষ ২০২২-২৩ সালে । এদিন দীঘার ন্যাশনাল কনভেনশন সেন্টার দীঘাশ্রী তে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়, মৎস্য মন্ত্রী অখিল গিরি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্বপ্নের প্রকল্প লক্ষী ভান্ডার মহিলা দের কাছে এক অনন্য প্রকল্প, যার কারণ মহিলা রা আরও উন্নতির দিকে অগ্রসর হচ্ছে । "মৎস্য মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মে মাসে পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসবেন" এবং বহু প্রকল্পের উদ্বোধন ও সিল্যানাস করবেন । উপস্থিত ছিলেন সরকারি আমলারা ও রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, রামনগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায়, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানস মন্ডল।