114
thumb Captured By: মাহিদেব চক্রবর্তী
              • 20-04-2022   11:06 PM •      Captured By: মাহিদেব চক্রবর্তী   114

বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, এক বছরের মধ্যে সিঙ্গুরে হবে শিল্পঃ মন্তব্য বিজেপি নেতা সুকান্তের,

ঃ হুগলি ঃ মাহিদেব চক্রবর্তী: -একদিকে কলকাতায় যখন বাংলায় শিল্পপতিদের বিনিয়োগের জন্য বিশ্ব বানিজ্য সম্মেলন হচ্ছে তখন অন্যদিকে হুগলির সিঙ্গুরে টাটাদের ফেলে যাওয়া পরিত্যাক্ত জমিতে যেখানে মাছের ভেরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাংলায় শিল্পে বিনিয়োগ নিয়ে রাজ্য সরকারের ভুমিকা নিয়ে কটাক্ষ করেন। এদিন সিঙ্গুরের মাটিতে ফের শিল্পের ডাক দিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মোটরবাইকে চেপে গোপালনগরে একদা টাটাদের প্রকল্প এলাকায় যান এবং চাষীদের দুর্দশার কথা তুলে ধরার পাশাপাশি মাছের ভেরি তৈরি হওয়ার প্রতিবাদ জানান।এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ্যে বিজেপি সরকার আসুক, যদি কৃষকরা এখানে শিল্প করতে চান, তাঁদের মনে হয় যে এখন আমরা শিল্পের পক্ষপাতী।

আমরা ৬ মাস থেকে ১ বছরের মধ্যে, আমি ব্যক্তিগতভাবে গ্যারান্টি দিচ্ছি, ১ বছরের মধ্যে এই জমিতে শিল্প করে দেখাব। আমি শিল্পপতি ডেকে আনব। বিনিয়োগকারী আছে।।