141
thumb Captured By: রাজীব মুখার্জি
              • 23-04-2022   9:30 PM •      Captured By: রাজীব মুখার্জি   141

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। শ্বশুরবাড়িতে বিষ খাইয়ে হত্যার অভিযোগ মৃতার পরিবারের সদস্যের। শোকের ছায়া জগদীশপুর কয়ালপাড়ায়।

রাজিব মুখার্জি:হাওড়া:গৃহবধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। শ্বশুরবাড়ির লোকজনের হাতে মারধর করার অভিযোগ উঠলো গৃহবধূর বাপের বাড়ির লোকজনের পক্ষ থেকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাওড়ার ।

অসুস্থ্য অবস্থায় পিঙ্কিকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই দুই বাড়ির লোকজনের মধ্যে প্রথমে বচসা ও পরে মারধরের ঘটনা ঘটে।এত বছর আগে জগদীশ পুরের কয়ালপাড়ার বাসিন্দা পিঙ্কি দেবনাথের সঙ্গে জগদীশপুর পালপাড়ার বাসিন্দা শুভঙ্কর দেবনাথের প্রেম করে বিয়ে হয়।

পিঙ্কির পরিবারের লোকজনের অভিযোগ তাদের মেয়েকে বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হত টাকার জন্য তার সঙ্গে বাপের বাড়ির কাউকে দেখা করতেও দিত না পিঙ্কির স্বামী স্থানীয় এক গেঞ্জির কারখানাতে মাজ করতো সে রাত্রে নেশা করে ফিরে রোজদিন মারধরের ঘটনা ঘটতো আজ পিঙ্কিকে বিষ খাইয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করে মৃতার পরিবারের লোকজন পিঙ্কিকে একটি ফোন কিনে দেয় তার মা ওই ফোন দিয়েই যোগাযোগ রাখত সে বাপের বাড়ির লোকেদের সঙ্গে এমনটাই জানা যাচ্ছে তার পরিবারের সূত্র মারফৎ মৃতা পিঙ্কির মা পূর্ণিমা অধিকারী অভিযোগ করেন তার মেয়েকে শ্বশুরবাড়িতে তার শ্বাশুড়ি, ননদ মিলে পিটিয়ে মেরে ফেলেছে আজকে সকালে পিঙ্কি তার কাছে আসে গতকাল রাতে তার উপরে অনেক অত্যাচার হয় বলে জানায় তাকে রাতে তাকে কিছু খেতেও দেয় নি শ্বশুরবাড়ির লোকেরা তাকে খেতে দিতে বলে খাওয়ার তৈরি করে খেতে দিতে যাওয়ার সময় পিঙ্কির বাবার বাড়ি আসার খবর শুনে সে বাড়ি থেকে না খেয়েই শ্বশুরবাড়ি চলে যায় এরপর সেখানে তার বাপের বাড়ি আসা নিয়ে তুমুল অশান্তি হয় তাকে বেধড়ক মারধর করে হাওড়া হাসপাতালে ভর্তি করে শ্বশুরবাড়ির লোকেরা এরমধ্যে মেয়ের জন্য চিন্তিত মা মেয়ের মোবাইলে বারবার ফোন করলে তার জামাই ফোন ধরে তাকে মেয়ের কথা জিজ্ঞেস করতে সে বলে এটা তার নম্বর আর তার মেয়ের সঙ্গে যা করেছে সে বেশ করেছে এরপরই পিঙ্কির মা তার স্বামীকে ফোন করে গোটা ঘটনা জানায় তার স্বামী খোঁজ নিয়ে জানতে পারে তার মেয়েকে মেরে হাসপাতালে নিয়ে এসেছে জামাই সহ তার শ্বশুরবাড়ির লোকেরা হাসপাতালে এলে তারা জানতে পারে তাদের মেয়ে মারা জেগে বিষ খাইয়ে মেরে ফেলেছে বলেই অভিযোগ করে পিঙ্কির মা পূর্ণিমা অধিকারী একই অভিযোগ মৃতা পিঙ্কির বাবা দেবাশীষ অধিকারীর তিনি অভিযোগ করেন তার মেয়েকে বিয়ে হওয়ার পর থেকে খেতে দিত না ঠিক করে পিঙ্কির সাত বছরের এক সন্তান রয়েছে নিত্যদিন অশান্তি লেগেই থাকতো শ্বশুরবাড়িতে তিনি গাড়ি চালকের কাজ করেন মাঝে মেয়েকে বলেছিলেন বিবাহ বিচ্ছেদের মামলা করে এই সম্পৰ্ক থেকে বেরিয়ে আসতে তবে পিঙ্কি রাজি হয় নি তাতে আজকে তিনি জানার পরে হাসপাতালে এলে মেয়েকে মৃত অবস্থায় দেখেন তিনি দাবি করেন যখন তার মেয়েকে হাসপাতালে আনা হয় তখন এখানে উপস্থিত অন্যরা দেখে বুঝতে পারে মেয়েটিকে মারধর করা হয়েছে মুখ থেকে রক্ত বের হচ্ছিল তিনি তার জামাইকে দাঁড়াতে বলে হাসপাতালের উপরে উঠে যান নীচে নেমে দেখে জামাই পালিয়ে গেছে তিনি এরপর হাওড়া থানাতে অভিযোগ জানাতে গেলে সেখান থেকে তাকে লিলুয়া থানাতে যোগাযোগ করতে বলা হয় যদিও পিঙ্কি খুনের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তার স্বামী শুভঙ্কর দেবনাথ তিনি জানান মাঝেমধ্যে টুকটাক অশান্তি হতো তাদের মধ্যে তবে সেটা খুব বড় অশান্তি নয় তার বউকে সে মারধর করেন নি আজকে সকালে মায়ের বাড়ি থেকে ফিরে পিঙ্কি তাকে ফাঁসাবে বলে হুমকি দেয় সে গুরুত্ব দেয় নি সেই হুমকির এমনটাই দাবি করে এরপর সে জল খেয়ে ঘরে শুয়ে পড়ে কিছুক্ষন পর তার মুখ থেকে লাল লাল গাঁজলা বের হতে থাকে এরপর তাকে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই তার মৃত্যু হয় স্ত্রীকে বিষ খাওয়ানোর অভিযোগ অস্বীকার করে শুভঙ্কর জানান তার ছেলে ঘরে উপস্থিত ছিল ছেলে সব দেখেছে ওই সব বলতে পারবে লিলুয়া থানাতে লিখিত অভিযোগ জমা হওয়ার পরে পিঙ্কির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই লিলুয়া থানা সূত্রে খবর প্রয়োজনে মৃতা পিঙ্কির ছেলের সঙ্গেও কথা বলে ঠিক কি ঘটেছিলো তাও জানার চেষ্টা হবে বলে পুলিশ সূত্রে খবর পিঙ্কির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে জগদীশপুরের কয়ালপাড়াতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হবে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট থেকে আরো পরিষ্কার হবে কি ভাবে তার মৃত্যু হল বলেই মনে করছে তদন্তকারী আধিকারিকরা