130
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 25-04-2022   8:50 PM •      Captured By: আশীষ কুমার দুবে   130

আর কয়েকটা দিন তার পর প্রতীক্ষার অবসান , শুরু হবে দীঘা থেকে কাঁথি মেরিন ড্রাইভ

পূর্ব মেদিনীপুর : আশীষ কুমার দুবে :-বহু দিন ধরে চর্চা সমুদ্র সৌকত দীঘা তে আর সেটা হলো মুম্বাই এর মেরিন ড্রাইভ এবার দীঘা তে । তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরকারে আসার পর দীঘা তে ঘোষণা করেছিলেন, সমুদ্র মেরিন ড্রাইভ তৈরী হবে, আমরা দেখেছি দীঘার ভোল হয়তো পরিবর্তন হয়েছে, টুরিস্ট এর আসা বেড়েছে কিন্তু সকলের একটি অপেক্ষা কবে শুরু হবে মেরিন ড্রাইভ।প্রায় কোটি কোটি টাকা খরচ করে কয়েক বছর আগে শুরু হয়েছিল সমুদ্রের গা বরাবর রাস্তার কাজ, তৈরী হচ্ছে কয়েকটা নতুন ব্রিজ ।

বলা যায় কাজের শেষ প্রান্তে দীঘা থেকে সংকরপুর, জলদা, তাজপুর, শৌলা হয়ে কাঁথি, প্রায় ৩০ কিলোমিটার রাস্তা তৈরী, হয়তো কয়েক দিনের মধ্যে সমর্পন করা হবে জনতার দরবারে । কিন্তু প্রশ্ন উঠছে আদো কি মুম্বাই এর মতো মেরিন হচ্ছে না অন্য কিছু আগামী দিনে পুরোপুরি তৈরী হওয়ার পর বোঝা যাবে মেরিন ড্রাইভ এর বহু প্রচারিত ম্যাপ । যদিও স্থানীয় দের অনেকের মতে দীঘা থেকে তাজপুর, মন্দারমণি হয়ে কাঁথি সৌকত বরাবর সৌকত সারণি তৈরী হলেও সমুদ্র থেকে অনেক দূরে ও ঘুরপাক রাস্তা তৈরী হওয়ায় সৌন্দর্য অনেকটা খামতি খামতি থাকবে । রাস্তার দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার দের মতে শুধু সময়ের অপেক্ষা, দিন রাত চলছে কাজ হয়তো মে মাসে দীঘাতে আসার আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর হয়তো তার আগেই শেষ হবে মেরিন ড্রাইভ এর সম্পূর্ণ কাজ ।