128
thumb Captured By: গোপাল বিশ্বাস
              • 28-04-2022   7:48 PM •      Captured By: গোপাল বিশ্বাস   128

গোপন সূত্রে খবর পেয়ে মুম্বাই লিগাল সেল ও চাকদা থানার যৌথ অভিযানে, উদ্ধার প্রচুর নকল সামগ্রী

গোপাল বিশ্বাস -ঃ- নদীয়া:- গোপন সূত্রে খবর পেয়ে মুম্বাই লিগাল সেল এবং চাকদহ থানা যৌথ উদ্যোগে মশা মারার ধুপ,সরঞ্জাম, মেশিনপত্র সহ প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের জিনিসপত্র উদ্ধার করল। গ্রেপ্তার এক , নাম বিট্টু পাল। বাড়ি নদীয়ার চাকদহ থানার শিমুরালি ব্রম্য পাড়া এলাকায়।

অভিযোগ, গত সাত বছর ধরে বিট্টু পাল নামে ওই ব্যক্তি চাকদাহ থানার বনমালী পাড়া এলাকায় কারখানা খুলে নকল ধূপকাঠি, তেল সহ বিভিন্ন জিনিস তৈরি করেছিলেন । গোপন সূত্রে খবর পেয়ে মুম্বাইয়ের লিগাল সেল এবং চাকদাহ থানার পুলিশের যৌথভাবে অভিযান চালিয়ে প্রথমে শিমুরালির ব্রহ্ম পাড়া এলাকায় নিজের বাড়ি থেকে বিট্টু পাল কে ধরে নিয়ে কারখানায় নিয়ে যায়,তারপর তার কারখানা থেকে বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে। উদ্ধার হওয়া জিনিসপত্রের মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা এর বেশি । গ্রেপ্তার করা হয়েছে বিট্টু কে, এবং তার কারখানাটি সিল করে দেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় আজ তাকে কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হবে