152
thumb Captured By: সেখ বসির
              • 30-04-2022   2:22 PM •      Captured By: সেখ বসির   152

ভাতার তৃণমূল পার্টির পক্ষে বিধায়ক মানগোবিন্দ অধিকারী মহাশয় এর উদ্যেগে বস্ত্র বিতরণ।

সেখ বসির : ভাতার: আজ সকাল 9 টায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভাতার তৃণমূল পার্টির পক্ষে বিধায়ক মানগোবিন্দ অধিকারী মহাশয় এর উদ্যেগে পালিত হল পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দুঃস্থ মুসলিম ভাইদের লুঙ্গি , মা ও বোন কে শাড়ি প্রদান করে ভাতার তৃণমূল পার্টির পক্ষ থেকে। বিধায়ক মানগোবিন্দ বাবু জানান আমরা পশ্চিম বঙ্গে বিভিন্ন ধর্মের মানুষ এক সাথে বসবাস করি তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একে অপরের সাথে হাত মিলিয়ে কাজ করি, ভেদাভেদ মান অভিমান দল নির্দল সরিয়ে রেখে আমরা আমাদের প্রতিবেশীর উৎসব মানে আমদের উৎসব মনে করে সামান্ন উপহার তুলে দিয়ে আমরা আনন্দ উপভোগ করি, এটায় আমাদের পার্টির আদর্শ।

এছাড়া এখানে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি তথা কাটোয়ার বিধায়ক রবিন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়, তিনিও তার বক্তব্যে একই কথা বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন তাই ধর্ম যার যার, উৎসব সবার। এছাড়া রবিন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় বিধায়ক মানগোবিন্দ অধিকারী কে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করার জন্য সাধুবাদ জানান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় অরুন কুমার বিশ্বাস , বিশিষ্ঠ সমাজসেবী মাননীয় শান্তুনু কোনার মহাশয়, ভারপ্রাপ্ত (ও. সি) সৈকত মন্ডল মহাশয় , পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়,পঞ্চায়েত সমিতির দলনেতা বাসুদেব যশ মহাশয় সহ অনান্য অতিথি বৃন্দ। এই অনুষ্ঠান টি হওয়ায় ভাতারের মানুষের মধ্যে খুশির হাওয়া বইছে।।