151
thumb Captured By: গোপাল বিশ্বাস
              • 30-04-2022   8:12 PM •      Captured By: গোপাল বিশ্বাস   151

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ১৪ দিন ধরে বিদ্যুৎ নেই এলাকায়! গ্রামবাসীদের বিক্ষোভের মুখে দপ্তরের আধিকারিক। সংবাদমাধ্যমের তৎপরতায় গ্রামে এলো নতুন ট্রান্সফরমার।

গোপাল বিশ্বাস -ঃ পূর্বস্থলী-ঃ-একেই তীব্র দাবদাহ তাঁর মধ্যে ১৪ দিন ধরে বিদ্যুৎ নেই গ্রামে। নাজেহাল পূর্বস্থলীর দু নম্বর ব্লকের কাদাপাড়া এলাকার গ্রামবাসীরা। ১৪ দিন ধরে বিদ্যুতহীন গ্রাম।

হাঁসফাঁস গরমে নাজেহাল শিশু থেকে বৃদ্ধ। চলছে না পাখা, জ্বলছে না আলো। সন্ধ্যার পর  অন্ধকারে ডুবে থাকছে গ্রাম।সম্বল শুধু মাত্র হাতপাখা।

গ্রামের ট্রান্সফারমার পুড়ে বিকল হয়ে যাওয়ায় তীব্র গরমে ভোগান্তিতে গ্রামের মানুষজনের বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে ক্ষোভে ফুসছে গোটা গ্রাম পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলী থানার কাঁলেকাতলা ১ পঞ্চায়েতের বিশ্বরম্ভা কাঁদাপাড়া গ্রামের ঘটনা গ্রামবাসীদের অভিযোগ ১৪ দিন ধরে ট্রান্সফারমার বিকল হয়ে থাকলেও এই গরমে কোন ভ্রূক্ষেপ নেই বিদ্যুৎ দফতরের তাঁদের গাফিলতিতে দীর্ঘ দিন ধরে বিদ্যুৎহীন গোটা গ্রাম গ্রামবাসীদের কথায় সংশ্লীষ্ট দফতরে জানিয়েও কোন লাভ হয়নি উপরন্তু, তাঁদের কাছে অভিযোগ জানাতে গিয়ে পুলিশি হয়রানির মুখে পড়তে হয়েছে তীব্র গরমে হাঁসফাঁস হতে হচ্ছে তাঁদের গ্রামের প্রায় ১৭০ থেকে ১৮০ টি বাড়িতে বিদ্যুৎ নেই অনেকে অসুস্থ হয়ে পড়েছেন শোচনীয় অবস্থা রুগীদের, কাহিল হয়ে পড়েছে শিশুরা হাত পাখাই একমাত্র সম্বল তীব্র গরমে, ঘরের মধ্যে টেকা দায় হয়ে পড়েছে ঘর থেকে বেরিয়ে গাছ তলায় বিশ্রাম নিতে হচ্ছে রাত্রে ঘুম নেই বললেই চলে খবর পেয়ে এলাকায় যায় একাধিক সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের তৎপরতায় হুঁশ ফেরে কতৃপক্ষের এদিন দুপুর বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক ইন্দ্রনীল দেবনাথ ঘটনাস্থলে আশায় তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা ঘটনাস্থলে চরম উত্তেজনার সৃষ্টি হয় পরে বিকেল চারটে নাগাদ গ্রামে বিদ্যুৎ ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্রামবাসী