163
thumb Captured By: মাহিদেব চক্রবর্তী
              • 30-04-2022   9:24 PM •      Captured By: মাহিদেব চক্রবর্তী   163

মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ উইনার্স স্কোয়াড গঠিত হয়।

মাহিদেব চক্রবর্তী ঃ হুগলি ঃ চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এদিন মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ উইনার্স স্কোয়াড গঠিত হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, দক্ষ মহিলা পুলিশ কর্মী দ্বারা গঠিত এই বাইক বাহিনীর উদ্বোধন হয়। উদ্বোধন করেন চন্দননগরের পুলিশ কমিশনার অর্নব ঘোষ।

মোট দশটি বাইক নিয়ে এই স্পেশাল বাহিনীর পথচলা শুরু হয়।প্রতি বাইক মোট দুইজন করে কালো পোশাকের পুলিশ কর্মী থাকবেন এবং তাদের শরীরে বডি ক্যাম ও প্লাস্টিকের রুলসহ মহিলাদের নিরাপত্তা দিতে আধুনিক সরঞ্জাম থাকবে। পুলিশের কন্ট্রোল রুমে কোথাও নারীদের উত্ত্যক্ত করার খবরে এলে অথবা নারীরা বিপদে পড়লে,সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উইনার স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে যাবে।উল্লেখ্য, বর্তমান সময়ে পুরুষদের সঙ্গে সমানভাবে কর্মক্ষেত্রে পাল্লা দিচ্ছেন মহিলারা।

শুধু কর্মক্ষেত্রে নয়, পড়াশোনাতেও ছেলেদের সমান মেয়েরা এগিয়ে আসছে পথে বিভিন্ন সমস্যা রাস্তাঘাটে মহিলাদের একশো শতাংশ নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসনতাই জেলায় জেলায় গঠিত হয় মহিলাদের নিরাপত্তার জন্য উইনার্স স্কোয়াড নামে বিশেষ বাহিনীসেই মতো চন্দননগর পুলিশ কমিশনারেটেও এই বিশেষ প্রমিলা বাহিনী গঠিত হয়এই বিষয়ে স্থানীয় এক কলেজ ছাত্রী জানান, এই বাহিনী গঠন হওয়ায় মহিলাদের নিরাপত্তা আরও বাড়বেবর্তমানে নারী নির্যাতনের ঘটনা বাড়ছেসন্ধ্যা হলেই নারীরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাবা ও মা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলেআমাদের রাতে টিউশন পড়ে বাড়ি ফিরতে হয়তবে চন্দননগরে এই স্কোয়াড তৈরি হওয়ায় আমরা খুশিতবে পুলিশকে খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে আসতে হবে ঘটনা ঘটার পর এলে কাজ কিছু হবে না কেবল গ্রেফতার নয় নারী নির্যাতনের অপরাধে কঠোর শাস্তি চাই এমনটাই জানান ওই কলেজ ছাত্রীপুলিশ সুত্রে জানা গিয়েছে, দক্ষ মহিলা পুলিশ কর্মী দ্বারা গঠিত এই বাইক বাহিনীর উদ্বোধন হয় উদ্বোধন করেন চন্দননগরের পুলিশ কমিশনার অর্নব ঘোষ মোট দশটি বাইক নিয়ে এই স্পেশাল বাহিনীর পথচলা শুরু হয়প্রতি বাইক মোট দুইজন করে কালো পোশাকের পুলিশ কর্মী থাকবেন এবং তাদের শরীরে বডি ক্যাম ও প্লাস্টিকের রুলসহ মহিলাদের নিরাপত্তা দিতে আধুনিক সরঞ্জাম থাকবে পুলিশের কন্ট্রোল রুমে কোথাও নারীদের উত্ত্যক্ত করার খবরে এলে অথবা নারীরা বিপদে পড়লে,সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উইনার স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে যাবেউল্লেখ্য, বর্তমান সময়ে পুরুষদের সঙ্গে সমানভাবে কর্মক্ষেত্রে পাল্লা দিচ্ছেন মহিলারা শুধু কর্মক্ষেত্রে নয়, পড়াশোনাতেও ছেলেদের সমান মেয়েরা এগিয়ে আসছে পথে বিভিন্ন সমস্যা রাস্তাঘাটে মহিলাদের একশো শতাংশ নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসনতাই জেলায় জেলায় গঠিত হয় মহিলাদের নিরাপত্তার জন্য উইনার্স স্কোয়াড নামে বিশেষ বাহিনীসেই মতো চন্দননগর পুলিশ কমিশনারেটেও এই বিশেষ প্রমিলা বাহিনী গঠিত হয়এই বিষয়ে স্থানীয় এক কলেজ ছাত্রী জানান, এই বাহিনী গঠন হওয়ায় মহিলাদের নিরাপত্তা আরও বাড়বেবর্তমানে নারী নির্যাতনের ঘটনা বাড়ছেসন্ধ্যা হলেই নারীরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাবা ও মা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলেআমাদের রাতে টিউশন পড়ে বাড়ি ফিরতে হয়তবে চন্দননগরে এই স্কোয়াড তৈরি হওয়ায় আমরা খুশিতবে পুলিশকে খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে আসতে হবে ঘটনা ঘটার পর এলে কাজ কিছু হবে না কেবল গ্রেফতার নয় নারী নির্যাতনের অপরাধে কঠোর শাস্তি চাই এমনটাই জানান ওই কলেজ ছাত্রী