149
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 01-05-2022   7:33 PM •      Captured By: আশীষ কুমার দুবে   149

হালকা ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশো গ্রামে পুরুলিয়ার পাড়া বিধান সভায়।

পুরুলিয়া : আশীষ কুমার দুবে : শনিবার বিকাল ঠিক ৪ টার সময় হালকা বৃষ্টিপাত সহ ঝড় , তার পর বিদ্যুৎ পুরুপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরুলিয়া জেলার বহু এলাকায় । কিন্তু রাত্রের দিকে বহু বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ পুনরায় সংযোগ করা হলেও, পাড়া বিধান সভার অন্তর্গত আনাড়া সাব স্টেশন অন্তর্গত বহু এলাকায় বিদ্যুৎ থাকলো বিচ্ছিন্ন, গত কাল পেরিয়ে যাওয়ার পর আজ সকলে দেখা মেলেনি কোনো বিদ্যুৎ কর্মীর। আনাড়া বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করলেও পাওয়া যায়নি কোনো সদুত্তর, শুধু একটাই আসা কাজ চলছে বিদ্যুৎ আসবে ।

আজ রবিবার তাই ছুটির দিনে আধিকারিক দের দেখা পাওয়া যায়নি, হেল দেল নেই অস্থায়ী কর্মচারী দের, কিন্তু যে সকাল গ্রাম গুলি গতকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত অব্দি কোনো আসা নেই কবে বিদ্যুৎ পুনরায় ফিরবে ঘরে আর সেই সকল গ্রামের মানুষদের অভিযোগ একদিন বিল জমা দেয়ার সময় পেরিয়ে গেলে আনাড়া বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে করে দিয়ে চলে যায়, শুনে না কারো কথা আবার কখনো কখনো নোটিশ এর কথা বললে ধামকি দেয়া হয়, কোনো নোটিশ আসবে না, সরাসরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে ।আর দুদিন ধরে যখন বিদ্যুৎ নেই তখন তাদের দেখা পাওয়া যায়না । নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্যুৎ কর্মী বলেন কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে কি বিদ্যুৎ দপ্তর চলে, অনেকে উপযুক্ত কাজ না জেনেও কন্ডাকটর এর অধীনে কাজ করছেন আর এভাবেই চলছে বিদ্যুৎ বিভাগ ।গত কাল থেকে যে সব গ্রামে বিদ্যুৎ নেই সেগুলো হলো লয়াড়া, ঝাপড়া, জবররা, আসনবাণী, বাজালিয়া, চটি ঝাপড়া, করমবাঁধ, লিপানিয়া, এরকম বহু গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে ।

যদি আজ বিকেলে কয়েক জন অস্থায়ী বিদ্যুৎ কর্মী কে দেখা তার যুক্ত করছে বিদ্যুৎ খুঁটিতে কিন্তু সামনে অন্য একটি খুঁটি তে তার বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকলেও তারা সেই তার সংযুক্ত করেনি কারণ তারা বলেন তাদের কাজ ভাগ করা আছে তাই সেটার কাজ কালকে আসবে সূত্র মারফত জানাজায় গতকাল ঝড় বৃষ্টি তে এলাকায় বিদ্যুৎ নেই কিন্তু কোনো হোস নেই বিদ্যুৎ বিভাগ আনাড়া আধিকারিকের আনাড়া সাব স্টেশন এর কর্মচারী প্রবীর নন্দীর সাথে যোগাযোগ করে হলে তিনি শুধু আশ্বাস দিচ্ছেন কাজ চলছে সাধারণ মানুষের প্রশ্ন একটাই যে ভাবে প্রতিনিয়ত বিদ্যুৎ এর বিল বাড়ছে কিন্তু তবুও পরিষেবায় নেই কোনো পরিবর্তন, বাম আমলে দীর্ঘ ৩৪ বছর আকাশে মেগ দেখলেই বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হতো এখনো ঠিক তাই আসায় সাধারণ মানুষ কবে হবে সুরাহা, কবে ফিরবে বিদ্যুৎ