147
thumb Captured By: মাহিদেব চক্রবর্তী
              • 10-05-2022   9:39 PM •      Captured By: মাহিদেব চক্রবর্তী   147

প্রধানের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ ও বিক্ষোভ গ্রামবাসীদের।

মাহিদেব চক্রবর্তীঃ হুগলি ঃ পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ ও বিক্ষোভ গ্রামবাসীদের। তাদের দাবী সঠিক ভাবে পানীয় জল সরবরাহের বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান কোনও উদ্যোগ নেয়নি।ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলে।

অভিযোগ এই অঞ্চলে পিএইচই প্রকল্পের মাধ্যমে জন সরবরাহ হয়।কিন্তু বেশ কয়েকটি গ্রামে পানীয় জল সরবরাহ দীর্ঘদিন বন্ধ থাকায় এদিন ব্যাপক বিক্ষোভ চলে পঞ্চায়েত অফিসে।প্রধানকে ঘিরে তারা বিক্ষোভ দেখায়। এই বিষয়ে গৌরহাটির বেউরগ্রামের যুবক মহঃ ইউসুফ আলি খান বলেন,প্রথম যখন পিএইচই প্রকল্প বসে তখন ভালোই সরবরাহ হত।

জল পাচ্ছিলাম আমরাহঠাৎ করেই যে ব্যক্তিকে দিয়ে জল সরবরাহ করা হতো তাকে পরিবর্তন করে দেওয়া হয়তারপরই তিন টাইমের বদলে এক টাইম করে জল আসছেতাও সব ঘরে জল আসছে নাশিশির সরকার তার নিজের লোককে পিএইচইতে বসিয়েছেতারপর থেকেই মানুষ আর জল পাচ্ছে না প্রধানকে বার বার জানানো হয়েছে উনি গ্রামের মেম্বার ও শিশির সরকার যা বলবে তাই করবেতাছাড়া উনি কিছু করেন না যুবকের এই বক্তব্যের পরেই স্বজন পোষনের বিষয়টি সামনে আসছে বলে মনে করছেন স্থানীয় মানুষ সঠিক লোককে দায়িত্ব দিলে এলাকার মানুষ সঠিক সময়ে এবং সঠিক ভাবে জল পেতেন মনে করেন স্থানীয়রাঅপরদিকে ঝর্না সাঁতারা নামে এক গৃহবধূ বলেন, তিন চারমাস ধরে পানীয় জল পাচ্ছি নাপ্রধানকে বললে, দেখছি ছাড়া কিছু বলেনিবেউরগ্রাম, রতনপুর, সুভয়পুর, হেলারচক,খালড় ও পৈশাড়ার কিছু অংশে পানীয় জল সরবরাহ হচ্ছে না বলে অভিযোগএই বিষয়ে গৌরহাটি এক নম্বর অঞ্চলের প্রধান চন্দনা ঘোষ বলেন, পিএইচই থেকে বেউরগ্রামের দুরত্ব অনেকটা এবং উচঁ জায়গা বলে সরু হয়ে জল যায়আমরা সংশ্লিষ্ট পিএইচই দপ্তরকে জানিয়েছিপিএইচই কেন্দ্রে কর্মী নিয়োগ নিয়ে স্বজন পোষনের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে উনি বলেন,আমি এই বিষয়টি জানি নাকিভাবে কি হয়েছে তা বলতে পারবো নাতবে স্বজন পোষনের বিষয়টি নিয়ে মুখ খোলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমানে হুগলি জেলা পরিষদের সদস্য শিশির সরকার তিনি বলেন সরকারি নিয়ম অনুযায়ী নিয়োগ হয়েছেযে জমিদান করেন তিনি এবং বিধায়ক মনোনিত ব্যক্তি পিএইচই কেন্দ্রে নিয়োগ হয়অযোথা এইসব করা হচ্ছে