125
thumb Captured By: সুদীপ্ত মিত্র
              • 12-05-2022   5:58 PM •      Captured By: সুদীপ্ত মিত্র   125

নেতাজি সুভাষচন্দ্র বোস আজকের দিনে ঝাড়গ্রাম শহরে।

সুদীপ্ত মিত্র, ঝাড়গ্রাম:- নেতাজি সুভাষচন্দ্র বোস ১৯৪০ সালের আজকের দিনে ঝাড়গ্রাম শহরে পদার্পন করেছিলেন। এসেছিলেন ঝাড়গ্রাম শহরের দুর্গা ময়দান সংলগ্ন মাঠে। সেই সময় এই মাঠের নাম ছিল লালগড় মাঠ।

এদিন নেতাজির ৮৩তম পদার্পন দিবস উপলক্ষে নেতাজির মূর্তি প্রতিষ্ঠা হলো। নেতাজির মূর্তি উন্মোচন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি।ঝাড়গ্রাম সুভাষচন্দ্র যোদ্ধা টিমের সাহায্যে দুর্গা ময়দান ক্লাবের মাঠে এই মূর্তি উন্মোচন করা হয়। সেই সঙ্গে তথ্য দপ্তরের ছৌ নৃত্য টিম মন্ত্রীর সামনে সুন্দর অনুষ্ঠান পরিবেশন করেন।

মন্ত্রী অখিল গিরি বলেন, আমাদের কাছে আজকের দিনটি খুবই সৌভাগ্যের দিন এখানে দুর্গা মায়ের ৯৪ বছরের মন্দির রয়েছে এখানে অভিভুক্ত মেদিনীপুর জেলার স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বোস শেষ বারের জন্য এখানে বক্তব্য রাখতে এসেছিলেন যেহেতু এখানে শেষ বারের জন্য বক্তব্য রাখেন তাই এখানে মহানায়ক দেশপ্রেমিক নেতাজির মূর্তি স্থাপন করা হলো এটি একটি ঐতিহাসিক দৃষ্টান্ত থেকে গেল, শুধু এই এলাকার মানুষের জন্য নয় সারা দেশের মানুষের কাছে