110
thumb Captured By: মাহিদেব চক্রবর্তী
              • 13-05-2022   7:51 PM •      Captured By: মাহিদেব চক্রবর্তী   110

ভাম ধরতে রবীন্দ্র ভবনে খাঁচা বসালো রিষড়া পৌর প্রশাসন।

মাহিদেব চক্রবর্তী ঃ হুগলি,ভামের অত্যাচারে অতিষ্ঠ রবীন্দ্র ভবন কর্তৃপক্ষ। তাই শেষমেশ ভাম ধরার ব্যবস্থা করে ফেললো পৌর প্রশাসন। তাই রীতিমতো খাঁচা তৈরি করে রবীন্দ্র ভবনের বিভিন্ন জায়গায় খাঁচা বসানোর ব্যবস্থা করে পৌরসভা।

ঘটনাটি ঘটেছে হুগলি জেলার রিষড়া পৌরসভার রবীন্দ্র ভবনে। জানা গিয়েছে, ভাম ধরার জন্য রিষড়ার রবীন্দ্র ভবনে বসানো হয়েছে খাঁচা। নতুন করে তৈরির হচ্ছে রবীন্দ্র ভবনটি।ভবনের কাজ প্রায় শেষের মুখে।

কিন্ত বাদ সেজেছে ভামএই বিষয়ে পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান, এক মাসের মধ্যেই রিষড়া পৌরসভা পরিচালিত রবীন্দ্র ভবনটি নতুন করে গড়ে তোলার কাজ প্রায় শেষ হয়ে যাবে কিন্ত এখানে বেশকিছু বড় বড় ভাম এসে রবীন্দ্র ভবনের অনেকটাই নষ্ট করে দিয়েছেএর ফলে আবার নুতন করে সেই কাজ গুলোকে করতে হচ্ছেএই ভাম ধরার জন্য বন বিভাগের আধিকারিকদের আনা হয়েছে এবং তারাই তিনটি খাঁচা রেখে গিয়েছেনইতিমধ্যেই দুটি ভাম ধরা পড়লেও বাকি ভাম ধরবার চেষ্টা করেছেন তারাভাম মুক্ত হলেই আমারা আবার নতুন করে কাজ শুরু করবোএক মাসের মধ্যেই জন সাধারণের জন্য রবীন্দ্র ভবনে খুলে দেওয়া হবে