151
thumb Captured By: সুদীপ্ত মিত্র
              • 14-05-2022   5:37 PM •      Captured By: সুদীপ্ত মিত্র   151

শনিবার ঝাড়গ্রামে মহামিছিল করলো বিজেপি।

সুদীপ্ত মিত্র, ঝাড়গ্রাম:- শনিবার ঝাড়গ্রামে মহামিছিল করলো বিজেপি। বিজেপির তরফে গণতন্ত্র প্রতিষ্ঠা সংকল্প মহামিছিল হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

বিজেপির তরফে ‘হিংসামুক্ত রাজনীতি, ভয়মুক্ত বাংলা গড়ার লক্ষ্যের’ এদিন ঝাড়গ্রাম শহরে সংকল্প মহামিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শুরু হয় হিন্দুমিশন মাঠ থেকে। মিছিলে শুভেন্দু অধিকারী, ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান মাহাত, মহিলা সভানেত্রী রিমঝিম সিং সহ এক ঝাঁক নেতানেত্রী উপস্থিত ছিলেন। তবে বিধানসভা নির্বাচনের পর বিজেপি ঝাড়গ্রাম শহরে এই প্রথম বড় মিছিল করলো।

মিছিলে প্রায় ১০হাজার জনসমাগম হয় রাজ্য সরকারকে দুর্নীতি সহ একাধিক অভিযোগে অভিযুক্ত করে মিছিলের তরফে স্লোগান ওঠে বারংবার বিরোধী দলনেতা অভিযোগ করেন, সীমান্তে যে সব জায়গায় ফেন্সিং নেই সেখানে দিয়ে তৃণমূল রাজ্য পুলিশের মদতে পাচার কার্য চালাচ্ছে মিছিল শেষ হয় ঝাড়গ্রামের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড়ে সেখানে শুভেন্দু অধিকারী জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন