245
thumb Captured By:
              • 21-05-2022   7:15 PM •      Captured By:   245

কলে জল না আসার জন্য উখড়া গ্রাম পঞ্চায়েত সামনে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা অন্ডাল: উখরা গুলজারবাগ বাসিন্দারা জল না পাওয়ায় উখরা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায়। বিগত তিন মাস ধরে বাড়ি বাড়ি যে কলের লাইনের ব্যবস্থা করা হয়েছিল সেই কলের লাইনে জল আসছে না এবং পঞ্চায়েত থেকে সরবরাহ করা পানীয় ট্যাংকের জল উপযোগী নয় এমনটাই জানাই গুলজার বাঘ বাসিন্দারা, সেই জল কাপড় কাচা ও বাসন ধোয়ার ব্যবহারকারীর জন্য, তারি প্রতিবাদে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায় এই বিক্ষোভের বিষয়ে মেহরু ন বিবি ,রুনা বিবি , আনারা বিবি বলেন বাড়ি বাড়ি কল লাগানোর পর ৮থেকে ১০দিন জল আসার পর বন্ধ হয়ে যায়, প্রায় তিন মাস জল বন্ধ হয়ে আছে, এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু মুখোপাধ্যায় তিনি জানান যে জলস্বপ্ন প্রকল্প কাজ চলছে সম্পূর্ণভাবে সমাপ্ত হয়নি কিছু সমস্যা আছে তার কারণে কিছু বাড়িতে জল যাওয়ার সমস্যা হচ্ছে, তার পরিবর্তে সেই সমস্ত পাড়াতে পাড়াতে আমরা জলের ট্যাঙ্কার সরবরাহ করছি।।