130
thumb Captured By: গোপাল বিশ্বাস
              • 22-05-2022   5:34 PM •      Captured By: গোপাল বিশ্বাস   130

নদীয়ায় জেলা হাসপাতালের বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মঘাতি চিকিৎসারত এক রোগী।

নদীয়া :- গোপাল বিশ্বাস-ঃ-নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত শক্তিনগর জেলা হাসপাতালে গলায় দড়ি দে আত্মঘাতী হলো এক বয়স্ক বৃদ্ধ । সূত্রের খবর কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি হয়েছিলেন একজন বৃদ্ধা গতকাল শনিবার | 21 | 05 | 2022 | বিকেল তিনটের সময় শক্তিনগর জেলা হাসপাতালে মহিলা মেডিসিন বিভাগের বৃদ্ধা বিভাগের 5 নম্বর বেডে ভর্তি ছিলেন হঠাৎই ওই 60 বছরের বৃদ্ধা বাথরুমে গিয়ে গলায় দড়ি দেয় আর এই ঘটনা প্রথমেই নজরে আসে জেলা হাসপাতালে থাকার মনুষ্য রোগীরা তারা যখন বাথরুমে যায় সেই সময় নজরে আসে এই ঘটনাটি আজ | 22 | 05 | 2022 | ভোরবেলা । মৃত বৃদ্ধের নাম ভানুমতী সরকার বয়স আনুমানিক 60 বছর বয়স বাড়ি সূত্রে খবর হাঁসখালি থানার হেমায়েতপুরে কারণ আরে রোগী মৃত্যু ঘিরে শক্তিনগর জেলা হাসপাতালে জুড়ে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালে নিরাপত্তা থেকে শুরু করে হাসপাতালে দায়িত্বে থাকা সমস্ত স্টাফেদের বিরুদ্ধে কিভাবে একজন রোগী এত বড় ঘটনা ঘটেছিল তা দীর্ঘক্ষন হাসপাতাল স্টাফেদের নজরে আসলো না কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রোগী ভর্তি ছিলেন সেই সময় কর্তব্যরত চিকিৎসক ডঃ কৌশিক ভট্টাচার্য এর আন্ডারে ।

তবে হাসপাতাল সূত্রে খবর দুপুর তিনটের সময় পেশেন্টকে ভর্তি করে দেওয়ার পর বাড়ির লোক নিখোঁজ হয়ে যায় তারপর থেকে কোনরকম হাসপাতালে তরফ থেকে যোগাযোগ করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি হাসপাতালে ভর্তি করে দিয়ে প্রেসেন্ট ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ বাড়ির আত্মীয় পরিজন ও পরিবারের বিরুদ্ধে যদিও হাসপাতালে তরফ থেকে পরিবারের সাথে যোগাযোগ করলে যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি । যদিও কি কারনে এই ঘটনা ঘটলো তা নিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।।