131
thumb Captured By: সুদীপ্ত মিত্র
              • 25-05-2022   10:26 AM •      Captured By: সুদীপ্ত মিত্র   131

গ্রামবাসী ও বনদপ্তরের দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় বিশালাকৃতির একটি অজগর সাপকে উদ্ধার করা হয়

সুদীপ্ত মিত্র, ঝাড়গ্রাম:- গ্রামবাসী ও বনদপ্তরের দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় বিশালাকৃতির একটি অজগর সাপকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে। আজ সকালে রামচন্দ্রপুর আদিবাসী পাড়ায় একজনের বাড়িতে এই বিশালাকৃতির অজগর সাপটিকে দেখতে পায় গ্রামবাসীরা।

সাপটি একটি মুরগিকে ধরে ফেলেছিল। সেই মুরগির চিৎকারেই গ্রামের লোক গিয়ে দেখে অজগর সাপটিকে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রাম সহ আশেপাশের গ্রামগুলোতে। সাপটি তখন পাশের ঝোপের একটি তাল গাছে উঠে পড়ে।

এই বিশালাকৃতির অজগর সাপটিকে দেখতে ভিড় জমান এলাকাবাসীরা খবর দেওয়া হয় বনদপ্তরকে কিছুক্ষনের মধ্যেই বনদপ্তরের লোক আসে কিন্তু সাপটিকে ধরতে গেলেই সাপটি এগাছ ওগাছ পালিয়ে যেতে থাকে সাপটিকে কোনো মতেই বাগে আনতে পারছিল না বনদপ্তরের লোকেরা শেষে গ্রামবাসীরা উদ্ধার কাজে হাত লাগায় দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় গ্রামবাসীরা সাপটিকে উদ্ধার করে বনদপ্তর সূত্রে জানা যায়, সাপটি পূর্ন বয়স্ক সাপ এবং সাপটি প্রায় ১০ফুট লম্বা