119
thumb Captured By: রাজদীপ দাস
              • 08-06-2022   00:45 AM •      Captured By: রাজদীপ দাস   119

আসানসোল স্টেশনের কাছে লাইনচ্যুত বর্ধমান বোকারো প্যাসেঞ্জার

নিজস্ব সংবাদদাতা:বোকারো স্টিল সিটি যাত্রীবাহী আসানসোল রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম ছাড়ার কিছুক্ষণ পরেই লাইনচ্যুত হয়। মঙ্গলবার সন্ধ্যায় আসানসোল রেলস্টেশনে ঘটনাটি ঘটে। ট্রেনটি ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ প্রধান লাইন থেকে আদ্রা লাইনে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

এই ট্রেনটি পুরুলিয়া হয়ে বোকারো যায়। ঘটনার পরপরই ডিআরএম পরমানন্দ শর্মার নেতৃত্বে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। ত্রাণ কাজ শেষে রেলের কর্মকর্তারা ট্রেনটিকে ইয়ার্ডে নিয়ে যান। প্ল্যাটফর্মে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের।

পুরুলিয়া এবং বোকারো বা আদ্রা কীভাবে পৌঁছাবেন তা নিয়ে আসানসোল রেলস্টেশনে যাত্রীরা বিক্ষোভ শুরু করে প্রতিবাদের পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ শীঘ্রই আসানসোল থেকে পুরুলিয়া পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে, এই ঘটনার জেরে আসানসোল গোমো লোকাল ট্রেন বাতিল করা হয়েছে উল্লেখযোগ্যভাবে, আদ্রা বা পুরুলিয়া পৌঁছানোর জন্য এটাই শেষ লোকাল ট্রেন কোলফিল্ড এক্সপ্রেস ধানবাদ পর্যন্ত লোকাল হিসাবে চালানো হবে যাতে গোমোগামী রেল যাত্রীদের কোনও সমস্যা না হয়