143
thumb Captured By: রাজদীপ দাস
              • 09-06-2022   11:39 AM •      Captured By: রাজদীপ দাস   143

সিভিক ভলেন্টিয়ার সততায় মহিলার ব্যাগ ফেরত পেলেন

রাজদীপ দাস অন্ডাল:মুর্শিদাবাদ বাবার বাপের বাড়ি যাওয়ার জন্য স্বামীর সাথে চারচাকা গাড়ি করে দুর্গাপুর থেকে অন্ডাল স্টেশন আসছিলেন ট্রেন ধরার জন্য ,কিন্তু হঠাৎ তাদের মনে পড়ে বাড়িতে কোন একটি প্রয়োজনীয় জিনিস ভুলে রয়ে গেছে ,ওই মহিলার স্বামী তাকে অন্ডাল গ্রামের বাসস্ট্যান্ডের কাছে বসিয়ে দিয়ে দুর্গাপুর উদ্দেশ্যে রওনা দেয়, দুর্গাপুর থেকে ফিরে এসে অন্ডাল স্টেশন চলে যায় ,মহিলার সাথে থাকা ব্যাগ ওই প্রতীক্ষালয় ভুলে যান , অন্ডাল গ্রামে বাসস্ট্যান্ডে কর্মরত অন্ডাল ট্রাফিক গার্ডে সিভিক ভলেন্টিয়ার চোখে পড়ে ওই ব্যাগটি, সেই সিভিক ভলেন্টিয়ার সততার সাথে অন্ডাল ট্রাফিককে এসে জমা করে দেয় ওই ব্যাগটি। ওই মহিলা বাসস্ট্যান্ডের কাছে যেখানে বসে ছিলেন খোঁজাখুঁজি শুরু করে তখন সিভিক ভলেন্টিয়ার জিজ্ঞাসা করেন তখন ওই মহিলা বলেন যে আমার ব্যাগটি খুঁজে পাচ্ছিনা। তারপর তারা অন্ডাল ট্রাফিক অফিসে নিয়ে আসেন মহিলা কে এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে তার ব্যাগে কি কি ছিল তিনি জানান ওই ব্যাগে ভেতরে নগদ 8000 টাকা একটা আধার কার্ড ও সোনার কানের দুল এসিপি তহিদ আনোয়ার ব্যাগ টি হাতে তুলে দেন।

ওই মহিলা তিনি ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার দের ধন্যবাদ জানাই মহিলা।।