110
thumb Captured By: জয়দীপ মৈত্র
              • 14-06-2022   1:12 PM •      Captured By: জয়দীপ মৈত্র   110

৭৫ মাইক্রোনের নিচে ক্যারি ব্যাগ ১ জুলাই থেকে নিষিদ্ধ ।

জয়দীপ মৈত্র:-দক্ষিণ দিনাজপুর:-দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার পৌর এলাকায় ৭৫ মাইক্রোনের নিচে ক্যারি ব্যাগ ১ জুলাই থেকে নিষিদ্ধ করতে চলেছে বালুরঘাট পৌরসভা। আর সেকারণে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট পৌর এলাকায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ বালুরঘাট শহরে একটি র ্যালি বের করে বালুরঘাট পৌরসভা।

বালুরঘাট পুরসভা সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট পৌরসভা কে প্লাস্টিক মুক্ত করতে আগামী ১ জুলাই থেকে প্লাস্টিক কাপ, গ্লাস জাতীয় পাত্র এবং ৭৫ মাইক্রন এর নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের পর তা ব্যবহার করলে বিক্রেতা দের ৫০০ টাকা এবং ক্রেতাদের ৫০ টাকা জরিমানা করা হবে। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, বালুরঘাট শহর কে দূষণ মুক্ত করতে আগামী ১ জুলাই থেকে প্লাস্টিক নিষিদ্ধ করতে শহর জুড়ে সচেতনতা প্রচার চলছে। বাইট- অশোক মিত্র, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান।