146
thumb Captured By: জয়দীপ মৈত্র
              • 15-06-2022   5:43 PM •      Captured By: জয়দীপ মৈত্র   146

বিভিন্ন দাবি নিয়ে জেলা প্রশাসনিক ভবনে আদিবাসীদের ডেপুটেশন।

জয়দীপ মৈত্র:দক্ষিণ দিনাজপুর: আদিবাসী সমাজের উপরে নানা বঞ্চনার অভিযোগে এবং আদিবাসী সমাজের সংবিধান ও আইন লাগু করা, আদিবাসী সমাজে রাজতন্ত্র নয়, সমাজতন্ত্র লাগু করার দাবিতে বুধবার আন্দোলনে নামলেন ভারত জাকাত মাঝি পরগনা এবং আদিবাসী সিঙ্গেল অভিযানের দক্ষিণ দিনাজপুর জেলা শাখা বুধবার বালুরঘাটের জেলা প্রশাসনিক ভবনের সামনে প্রায় সহস্রাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ আন্দোলন করে। এদিকে বালুরঘাটে ডেপুটেশন আন্দোলনকে ঘিরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁদের দাবি নিয়ে হল ডেপুটেশন।

জেলা প্রশাসনিক ভবন চত্বরসহ এলাকাজুড়ে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।।