237
thumb Captured By: নিজস্ব চিত্র
              • 15-06-2022   8:46 PM •      Captured By: নিজস্ব চিত্র   237

রাষ্ট্রায়ত্ত ব্যাংক এর এটিএম লুট ,অন্ডাল থানার ঢিল ছোড়া দূরত্বে কাজোড়া মোড়

রাজদীপ দাস আনন্দ বাংলা :রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট করে চম্পট দিল দুষ্কৃতী দল, ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত ঢিল ছোড়া দূরত্বে কাজোড়া মোড় এর কাছে। একের পর এক অপরাধমূলক ঘটনা বেড়েই চলেছে কখনো ডাকাতি কখনো চুরি গত 1 মাস 5 দিন আগে দীর্ঘ নালার প্রাক্তন রেলকর্মীর বাড়িতে ভয়াবহ ডাকাতি ঘটনা সেই ডাকাতির ঘটনার কিনারা এখনো পাওয়া যায়নি , তারপরে আবার দুঃসাহসিক ভাবে এটিএম লুট।মঙ্গলবার বিকাল থেকেই প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা মঙ্গলবার রাতে কাজোড়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্যাস কাটার দিয়ে মেশিনে টাকা বের করে চম্পট দেয় দুষ্কৃতীরা প্রথমে তারা গোপন ক্যামেরা বন্ধ করে দেয় যাতে তাদের ছবি না পাওয়া যায়,বুধবার সকালে গ্রাহক এটিএম এর কাছে এসে দেখে এটিএমের শাটার বন্ধ ,শাটার খোলার পর দেখেন এটিএমে ভাঙ্গা অবস্থা , ঘটনাস্থলে খবর পেয়ে দ্রুত ছুটে আসেন এস বি আই ব্যাংকের আধিকারিকরা তার সাথে আসেন থানার পুলিশ তারপর তারা এটিএম এর ভেতরে ঢুকে দেখেন এটিএম ভাঙ্গা কাজোরা এস বি আই ব্যাংকের আধিকারিক চন্দন কুমার জানান মঙ্গলবার রাত্রি নটা নাগাদ লাস্ট ট্রানজেকশন হয়েছে তারপরই এই ঘটনা ঘটে যেহেতু বিকাল থেকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে বিদ্যুৎ ছিল না তাই বিদ্যুৎ না থাকার কারণেএই সুযোগ কাজে লাগায়, আনুমানিক কুড়ি থেকে 30 লক্ষ টাকা ছিলো,তিনি আরো জানান পশ্চিম বর্ধমানের এর আগেও কোনদিন এরকম ঘটনা ঘটেনি ।

তাহলে কি অপরাধী রা অপরাধ মূলক কাজের অন্ডাল কে কি আতুর ঘর বানিয়ে ফেলেছে ,।