140
thumb Captured By: গোপাল বিশ্বাস
              • 21-06-2022   4:31 PM •      Captured By: গোপাল বিশ্বাস   140

সারা দেশের সাথে নদীয়ার মায়াপুর ইসকনের প্রভুপাদ ঘাটে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে পালিত হল বিশ্ব যোগা দিবস।

গোপাল বিশ্বাস -ঃনদীয়া-ঃ প্রতিবছর 21 জুন পালিত হয় বিশ্ব যোগ দিবস হিসেবে । সারা দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় এই যোগ দিবসটি । সারা দেশের পাশাপাশি মায়াপুরেও পালিত হল এই দিনটি।

নদীয়ার মায়াপুর ইসকনের প্রভুপাদ ঘাটে সাড়ম্বরে পালিত হল বিশ্ব যোগা দিবস। যোগা দিবসের সকালে মায়াপুরের ইসকন ভক্তরা যোগা দিবস পালন করলেন যোগ সাধনা করে। ভক্তি ও যোগের মাধ্যমে এদিন ইসকন ভক্ত দের পাশাপাশি মায়াপুর ইসকনের বিভিন্ন বিভাগের ভক্তরাও যোগা দিবসে শামিল হল। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এই যোগ ।

বিভিন্ন রোগ থেকে সুস্থ হওয়ার উপায় হিসেবে বৈজ্ঞানিক ভাবে স্বীকৃত পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সতেজ থাকার উপায় বেশ কয়েক বছর ধরে পরপর কোভিডের ধাক্কায় বেসামাল বিশ্ব তার মাঝেই যেন আরো বেশি করে বোঝা গিয়েছে যোগ ব্যায়ামের গুরুত্ব খুব ছোট বয়স থেকে শুরু করা যায় যোগব্যায়াম, আবার বৃদ্ধ বয়সে সুস্থ থাকার জন্য ভরসা করা যায় যোগব্যায়ামের উপরে