240
thumb Captured By: রাজদীপ দাস
              • 22-06-2022   9:27 PM •      Captured By: রাজদীপ দাস   240

জেলা প্রশাসন ও কমিশনারেটের পুলিশের পক্ষ থেকে এশিয়ান পাওয়ার-লিফটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয়ীদের সম্বর্ধনা অন্ডাল বিমানবন্দরে

সংবাদদাতা, অন্ডাল : বুধবার দুপুরে এশিয়ান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশীপে পদক জয়ী সিমা দত্ত চ্যাটার্জী , অংশু সিং, সংবর্ধনা জানানো হয় অন্ডাল বিমানবন্দরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পক্ষ থেকে, উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক, কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক গুপ্তা সহ অন্যরা । পুষ্পস্তবক ও মানপত্র দিয়ে তাদের সম্মানিত করা হয় পুলিশের পক্ষ থেকে । অন্ডাল বিমানবন্দর থেকে বেরিয়ে সীমা ও অংশু-রা জানান কঠিন পরিশ্রমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে ।

সাম্প্রতিককালে আর ও বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে রয়েছে সেগুলি তে সাফল্যই প্রধান লক্ষ্য বলে জানান তারা ।কোয়েম্বাটোরের কুমারগুরু অডিটোরিয়ামে এশিয়ান ইক্যুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। তামিলনাড়ু, 16-21শে জুন, 2022 পর্যন্ত এশিয়ান পাওয়ারলিফটিং ফেডারেশন এবং ইন্টারন্যাশনাল পাওয়ারলিফটিং ফেডারেশনের সহযোগিতায় পাওয়ারলিফটিং ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দ্বারা। কাজাখস্তান, মঙ্গোলিয়া, ইরান, জাপান, উজবেকিস্তান, ভারত, ওমান, কুয়েত এবং আরও অনেকের খেলোয়াড়রা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছে।

দুর্গাপুরের দুইজন খেলোয়াড় ভারতের প্রতিনিধিত্ব করে পদক জিতেছে ক) আনসু সিং 83 কেজি, সিনিয়র ক্যাটাগরি 1. স্কোয়াট-গোল্ড মেডেল 2. ডেডলিফট - সিলভার মেডেল ওভার অল ই সিলভার মেডেল খ) সিমা দত্ত চট্টোপাধ্যায়, ৬৩ কেজি এম১ ক্যাটাগরি 1. SQUAT- স্বর্ণপদক 2. বেঞ্চপ্রেস- স্বর্ণপদক 3. ডেডলিফট- গোল্ড মেডেল 4. সামগ্রিক চ্যাম্পিয়নশিপ- স্বর্ণপদক গ) বাসুদেব দাস, 105 কেজি, M3 বিভাগ, জলপাইগুড়ি থেকে জিতেছে 1. বেঞ্চ প্রেস-গোল্ড মেডেল 2. ডেডলিফট-গোল্ড মেডেল সিমা দত্ত চ্যাটার্জিকে 1ম রানার আপ, শক্তিশালী মহিলা, 63 ক্যাটাগরিতে ঘোষণা করা হয়েছিল