149
thumb Captured By: অনিকেত বাউরী
              • 24-06-2022   10:44 PM •      Captured By: অনিকেত বাউরী   149

রায়বাঘিনী মোরে ভয়াবহ দুর্ঘটনার পুনরায় তদন্ত।

অনিকেত বাউরি:-বাঁকুড়া কোতুলপুর:-রায়বাঘিনী মোরে ভয়াবহ দুর্ঘটনার পুনরায় তদন্ত করলেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাম নারায়ন পাল উল্লেখ্য গত 15 ই জুন ভোরে একটি গরু বোঝাই গাড়ি রায়বাঘিনী মোড়ে দাঁড়িয়ে থাকার সময় একটি ডাম্পার এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই 13 টি গরু এবং চার ব্যক্তি মারা যায় এই ঘটনার পুনর্নির্মাণ কার্য সারলেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। ডাম্পারের চাললকে সঙ্গে নিয়ে রায়বাঘিনী মোরে কিভাবে দুর্ঘটনা ঘটেছিল সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিলেন। ঘটনাস্থল থেকেই ড্রাইভার এর কাছে সমস্ত কিছুর বিবরণ নিলেন কিভাবে ঘটেছিল ঘটনা কোন দিক থেকে আসছিল বা কোন যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সমস্ত কিছু রিপোর্ট সংগ্রহ করলেন কোতুলপুর থানার আধিকারিকরা।

উল্লেখ্য 33 টি গরু যার মধ্য থেকে একটি গরু এখনো অসুস্থ গরু গুলি যেখানে রাখা আছে সেখানেও গেলেন অভিযুক্ত চালক কে সঙ্গে নিয়ে। অভিযুক্ত চালক তিনি জানান বলেন ডাম্পার টি যখন বিষ্ণুপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল সেই সময় অপর দিক থেকে একটি গাড়ির আলো তার চোখে পড়ে গাড়িচালক কিছু দেখতে না পাওয়াই দাঁড়িয়ে থাকা গরুবোঝাই গাড়িতে ধাক্কা মারে।।