214
thumb Captured By: নিজস্ব চিত্র
              • 27-06-2022   1:34 PM •      Captured By: নিজস্ব চিত্র   214

চলন্ত ট্রেনে হটাৎ ধোঁয়া শিয়ালদহ বালিয়া এক্সপ্রেস ডাউন লাইনে ঘটনাটি ঘটে। রবিবার রাতে ঠিক সীতারামপুর স্টেশনের সামনেই ঘটনাটি ঘটেছে

সংবাদদাতা আসানসোল :রবিবার রাতে সীতারামপুর স্টেশনের সামনে চলন্ত ট্রেনে হটাৎই ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা. ট্রেনে ধোঁয়া দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে হুড়মুড় শুরু হয়ে যায়। শিয়ালদহ বালিয়া এক্সপ্রেস ডাউন লাইনে ঘটনাটি ঘটে। জানা গেছে ট্রেনের বগির নিচে থাকা ব্যাটারি থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা।

আতঙ্ক ছড়িয়ে পড়তেই ট্রেন থেকে ঝাঁপ দিতে শুরু করে জীবন বাঁচাবার জন্যে। যদিও এই ঘটনায় সেইরকম কেউ আহত হয়নি। তবে অল্প বিস্তার আহত হয়েছে বেশ কিছু যাত্রীর। মতিলাল সাউ নামের এক যাত্রি বলেন আগুন লেগেছে নিচের ব্যাটারি থেকে মনে হয়, তার জন্য সবাই দৌড়াদৌড়ি শুরু করে আর তাতেই অনেকের হাত পায়ে চোট লাগে।

জীবন বাঁচাবার জন্য সবাই দৌড়াদৌড়ি করে এখানে প্রায় ৪৫ মিনিট ধরে দাঁড়িয়ে আছে ট্রেন হাজিপুর থেকে আসছিলাম শিয়ালদা যাচ্ছিলামআমারও পায়ে চোট লেগেছে মধুপুর থেকে আসা হীরালাল পাটিল নামের এক যাত্রি বলেন ট্রেনের নীচে ধোঁয়া বের হচ্ছিলো সবাই আতঙ্কে ছিলো আর নিজেদেরকে বাঁচাবার জন্য হুড়োহুড়ি শুরু করে দেয় তাতেই অনেকেই আহত হয় প্রায় ঘন্টাখানেকর পর মেরামত করলে পরে ট্রেন টিকে ছেড়ে দেওয়া হয় শিয়ালদহর উদ্দ্যেশে