286
thumb Captured By: সেখ বসির
              • 30-06-2022   9:30 PM •      Captured By: সেখ বসির   286

ভাতারে বেশ ধুমধাম করে পালিত হল হুল দিবস।

সেখ বসির: ভাতার:-স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 30শে হুল দিবস একটি গুরুত্বপূর্ণ দিন। ইতিহাসে এই দিনটি হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস নামে পরিচিত। 'হুল' শব্দের অর্থ হলো 'বিদ্রোহ'।

এই হুল দিবস বেশ ধুমধাম করে পালন করেন বর্ধমান জেলার ভাতার থানার অন্তরগত গর্দন মারিগ্রামের আদিবাসী ও সাধারণ মানুষ এবং সমাজসেবী বৃন্দ। এখানে উপস্থিত ছিলেন বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারী,প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, বিশিষ্ট সমাজসেবী কৌস্তুভ গোস্বামী।এই দিন সিধু কানুর জন্মদিন উপলক্ষে সিধু ও কানুর মূর্তি স্থাপন করা হয় ও মাল্য প্রদান করা হয়।এই অনুষ্ঠান হওয়ায় ভাতার বাসী খুশি।