243
thumb Captured By: রাজদীপ দাস
              • 01-07-2022   11:25 PM •      Captured By: রাজদীপ দাস   243

দীর্ঘ দু বছর করোনা অতিমারী পার করে অন্ডালে রথযাত্রা ধুমধাম ভাবে পালিত হল

আজ দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা ,করোনা আবহে দু'বছর পর ধুমধাম করে রথে চেপে মাসির বাড়িতে গেলেন ,দু বছর পদার্পণ করলো অন্ডালের এই রথ, আর এই রথযাত্রার শুভদিনে সকলেই একবার হলেও রথের রশিতে হাত ছোঁয়ানোর সুযোগ হারাতে চান না। হিন্দু শাস্ত্র মতে রথের রশি ধরে টান দিতে পারলেই মিলবে পুণ্য আর এই প্রাচীন ধারণাকেই গ্রহণ করে তা পালন করে চলেছে মানুষ।রথটি বের হয় বিকাল ৪:৩০ নাগাদ অন্ডালে নেতাজী স্কুল সংলগ্ন ময়দান থেকে তারপর অন্ডাল বাজার ঘুরে দিগনালা হয়ে অন্ডাল মোড়ের পুরনো বি এল রও অফিস পর্যন্ত আনা হয়।

রথের দড়িতে টান দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনতি হাজরা,চিরঞ্জীব রায়,কাঞ্চন মিত্র সহ বিশিষ্ট জনেরা।এই রথকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে।এই রথযাত্রা উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রত্যেক দিন জগন্নাথদেবের পুজো প্রসাদ বিলি করা এটি চলবে আজ থেকে শুরু করে আগামী নয়দিন ব্যাপি। ।