214
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 04-07-2022   09:53 AM •      Captured By: আশীষ কুমার দুবে   214

পূর্ব মেদিনীপুর জেলার বাড়কাশমিলি অঞ্চলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি পরীক্ষা শিবির অণুষ্ঠিত হলো।

আশীষ কুমার দুবে:- পূর্ব মেদিনীপুর :- সামাজিক সচেতনতা আর সমাজ কল্যানের অংশ বিশেষ মানব কল্যাণে বাড়কাশমিলি পল্লী উন্নয়ন ক্লাবের দ্বিতীয় বৎসরের প্রয়াস বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি পরীক্ষা শিবির অণুষ্ঠিত হলো ক্লাব প্রাঙ্গনে। দুই শতাধিক বয়স্ক মানুষ শিবিরে অংশ গ্রহন করেন।সহোযোগিতায় চৈতন্যপুর বিবেকানন্দ নেত্র নিরাময় নিকেতন।

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন ক্লাব সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য চন্দ্রশেখর মন্ডল।চৈতন্যপুর নেত্র নিরাময় নিকেতনের সঙ্গে যৌথ ভাবে কাজ করছে এই সংঘ ।বাহান্ন জন মানুষের ছানি নির্ধারণ করা হয়েছে, আগামী 10ই জুলাই রবিবার।যারা আগামী রবিবার চৈতন্য পুর গিয়ে সম্পূর্ন বিনামূল্যে আশ্রমিক পরিবেশে ছানি অপারেশন করার সুযোগ পাবেন এবং অপারেশন এর পর নিরন্তর তাদের সঙ্গে ক্লাব সদস্যরা যোগাযোগ রেখে যাবেন।

কৃতজ্ঞতা জ্ঞাপন করের নেত্র নিকেতনের মহারাজের প্রতি, যিনি বিগত বছরগুলোতে ক্লাবের আয়োজনে খুশি হয়ে এখানে শিবির করার আগ্রহ প্রকাশ করেন শিক্ষক গবেষক চন্দ্রশেখর মন্ডল তার বক্তব্যে বলেন, রোগ নিরাময়ের সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া হয় আধুনিক শাস্ত্রেচোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের প্রতি বিশেষ যত্ন ও সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা খুব জরুরী বিশেষ করে ডায়াবেটিস রোগী ক্ষেত্রে এটা আরও জরুরী 50 বছরের বেশি বয়সে ছানি একটি স্বাভাবিক বিষয় আজকালযা চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে অতি দ্রুত সরিয়ে তোলা যায় আগামী দিনে স্বাস্থ্য ও সচেতনামূলক একগুচ্ছ উদ্যোগ ঘোষণা করে ক্লাব কতৃপক্ষ ও চৈতন্য পুর মিশন কে ধন্যবাদ জ্ঞাপন করেন এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য রাজশেখর মন্ডল,রাজকুমার মাইতি,অভিষেক মন্ডল,অমিয় বেজ,দিব্যেন্দু বেজ,শম্ভুরাম মন্ডল,সুবিমল মন্ডল প্রমূখডঃ দিলীপ প্রামানিক বলেন বিগত বছর আমরা এবং আশাকিরন ওয়ার্ল্ড এর যোথ প্রয়াসে যে শিবির এই ক্লাব আয়োজন করেছিল তাতে আমাদের মনে হয়েছে এই ক্লাবের ব্যবস্থাপনা সব দিক দিয়ে অভিনবআমরা আগ্রহ প্রকাশ করি শিবিরের জন্য চক্ষু পরীক্ষা ও ছানি পরীক্ষা শিবির সফল ভাবে সম্পূর্ণ হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান ক্লাব সভাপতি বিজয় বেজআগামী দিনে সামাজিক কাজকর্মের যে পরম্পরা তা আরো বাড়বে বলে তিনি জানান