137
thumb Captured By: জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
              • 07-07-2022   7:44 PM •      Captured By: জ্যোতি প্রকাশ মুখার্জ্জী   137

রাস্তার উপর নেমে আসছে বালি, বিপদের আশঙ্কা।

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী:- গুসকরা:- রাজ্য সরকারের উদ্যোগে গোটা বাংলা জুড়ে চলছে বাংলা আবাস যোজনার অন্তর্গত বাড়ি নির্মাণের কাজ সহ রাস্তা ঢালাইয়ের কাজ। বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগেও তৈরি হচ্ছে বাড়ি নির্মাণ সহ অন্যান্য কাজ। এরজন্য দরকার প্রচুর বালি।

অজয়, দামোদর, ময়ূরাক্ষী সহ রাজ্যের বেশ কয়েকটি নদী থেকে বৈধ বা অবৈধ উপায়ে বালি তোলা হচ্ছে। বৈধ বা অবৈধ যাইহোক না কেন এই বালি তোলার কাজটা মূলত বালি মাফিয়া বা ব্যবসায়ীরা করে। কিছু দিন যাবৎ দ্যাখা যাচ্ছে বালি তোলার পরিমাণ প্রচুর বেড়ে গ্যাছে। আগে বালি তোলার পর মোটামুটি নির্দিষ্ট কোনো একটা জায়গায় বিশেষ করে সংশ্লিষ্ট ব্যবসায়ীর অফিসের সামনে সেগুলো রাখা হোত।

এখন ব্যবসার স্টাইল বদলে গ্যাছে তোলা বালি রাখা হচ্ছে ব্যস্ত জাতীয় সড়ক বা রাজ্য সড়কের পাশে এমনকি বেশ কিছু ক্ষেত্রে জাতীয় বা রাজ্য সড়কের কাছাকাছি গ্রামীণ সড়কের পাশেও রাখা হচ্ছে ভেদিয়া থেকে বর্ধমানগামী এন.এইচ.২ বি অথবা নতুনহাট-গুসকরা রাস্তার দু'পাশে কিছুটা অন্তর দ্যাখা যাবে অসংখ্য বালির গাদা কোথাও কোথাও সেটা ছোটখাটো বালির 'পাহাড়'-এর আকার ধারণ করেছে যাতায়াতের পথে সাধারণভাবে এই বালির গাদা বিশেষ কোনো সমস্যার সৃষ্টি করেনা সমস্যার সৃষ্টি হয় তখনই যখন সেই বালি নেমে আসে সড়কের উপর রাস্তা হয়ে ওঠে সংকীর্ণ তখন সংশ্লিষ্ট রাস্তার পাশ দিয়ে যাতায়াত করাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বালির অবস্থান এমন হয় যে বিপদের ঝুঁকি নিয়ে তার উপর দিয়ে সাইকেল বা মটরসাইকেল এর মত দু'চাকার গাড়ি চালানো বাধ্যতামূলক হয়ে পড়ে একটু অসতর্ক হলেও অনেক সময় দুর্ঘটনাও ঘটে যায় যেকোনো কারণেই হোক পুলিশ বা স্হানীয় প্রশাসন এবিষয়ে নীরব বা উদাসীন থাকে তারা কখনোই নিরাপদ দূরত্বে বালি রাখতে নির্দেশ দেয় না অনেকের বক্তব্য শাসক দলের সঙ্গে বালি ব্যবসায়ীদের ঘনিষ্ঠতা হলো নীরবতার কারণ পেশাগত কারণে এন.এইচ.২ বি, গুসকরা-নতুনহাট সহ বেশ কয়েকটি সড়ক পথে নিত্য যাতায়াত করেন আউসগ্রামের শ্যামল ঘোষ তিনি বললেন - সাধারণভাবে খুব একটা সমস্যা হয়না তবে যেসব জায়গায় বালি রাস্তার উপর নেমে এসেছে সেইসব জায়গায় চরম সমস্যা হয় তাছাড়া হঠাৎ জোরে হাওয়া বইতে শুরু করলে চোখেমুখে বালি ঢুকে বিপত্তি ডেকে আনে প্রশাসন ও বালি ব্যবসায়ীদের কাছে তার আবেদন - আমার মত আপনার পরিবারের সদস্যরা ঐসব পথ দিয়ে যাতায়াত করে সুতরাং সবার নিরাপত্তার স্বার্থে একটু সচেতন হোন কথা হচ্ছিল জনৈক বালি ব্যবসায়ীর সঙ্গে তিনি বললেন আগে মুষ্টিমেয় কয়েকজন এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম এখন সংখ্যা বেড়ে গ্যাছে তাই আমরা যেসব জায়গায় বাড়ি তৈরির সম্ভাবনা বেশি মূলত সেইসব জায়গায় বালি রাখতে চেষ্টা করি এতে আমাদের খরচ যেমন কমে তেমনি ক্রেতাও কিছুটা কম দামে বালি পায় রাস্তার উপর বালি নেমে এলে যে সমস্যার সৃষ্টি হয় সেটা তিনি মেনে নিয়ে বললেন- চেষ্টা করি সতর্ক থাকতে