185
thumb Captured By: জয়দীপ মৈত্র
              • 09-07-2022   11:03 PM •      Captured By: জয়দীপ মৈত্র   185

স্বল্পদৈর্ঘ্যের ছবি বানিয়ে জেলার স্বর্ণ মুকুটে নতুন পালক সংযোজন করল জয় নিরুপম ভাদুরী

জয়দীপ মৈত্র:-দক্ষিন দিনাজপুর: ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলা, এই জেলার সদর শহর বালুরঘাট। তথাকথিতভাবে জেলার সদর শহর বালুরঘাট নাট্যচর্চা ও নাট্যকেন্দ্রের জন্য বহুল পরিচিত। বরাবরই এই জেলাতে বিভিন্ন ক্ষেত্রে গতানুগতিকভাবে স্বর্ণ মুকুটে অনেক পালক সংযোজন হয়েছে।

বিগত কয়েক বছর ধরেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিশেষত সদর শহর বালুরঘাটে স্বল্পদৈর্ঘ্যের ছবি, তথ্যচিত্র বানানো হচ্ছে। যা বিভিন্ন জায়গায় চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্তির পাশাপাশি অনেক সুনাম ও প্রশংসা কুড়িয়েছে। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সংকেত ক্লাব এলাকার বাসিন্দা জয় নিরুপম ভাদুরী এলাকায় জয় দা নামেই পরিচিত। ছোট বেলা থেকেই গান বাজনার পরিবেশে মানুষ হয়েছেন জয় বাবু।

মা পঞ্চমি ভাদুরীর কাছে (জেলার সুপরিচিত শিল্পী) গানের হাতে খড়ি এরপর গীটার আর কবিতাকে সঙ্গী করে বড়ো হয়ে ওঠা জয় ভাদুরী এখন বালুরঘাট শহরে একজন সুপরিচিত ব্যক্তি বেশ কয়েকবছর ধরে হঠাৎ করেই সিনেমা বানানোর ভূত চাপে শুরু হয় তা নিয়ে স্ক্রীপ্ট ও গল্প লেখা একে একে করে তিনি এ অবধি প্রায় ৫০ এর অধিক শর্ট ফিল্ম ও তথ্যচিত্র ও মিউজিক ভিডিও পরিচালনা করে বানিয়ে ফেলেছেন প্রায় ২০ টিরও বেশি অ্যাওয়ার্ড ও পেয়েছেন, তার ঝুলিতে পুরস্কার রয়েছে অগুনতি অর্জন করেছেন নাম ও পরিচিতি, প্রশংসাও কুড়িয়েছেন প্রচুর এক কথায় বালুরঘাটের গর্ব জয় নিরুপম ভাদুরী শর্ট ফিল্ম বানানোর পাশাপাশি তিনি কবিতা,গল্প লেখেন ছবি আঁকেন আবার গীটারাও শেখান প্রতিবেশী দেশ বাংলাদেশ ও কলকাতায় বেশ কয়েকটি পত্রিকায় তার গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে তার কয়েকটি ছবি বিদেশে যাচ্ছে বলে তিনি জানান এবিষয়ে তিনি বলেন, “আগামিতে আরো ছবির কাজ করতে চলেছি গল্প ও স্ক্রীপ্ট লেখা চলছে আসলে আমাদের মতন ইন্ডিপেন্ডেট মুভি মেকারদের সবচেয়ে বড়ো সমস্যা হলো অর্থ প্রডিউসার পাওয়া বড়ো মুশকিল হয় তাই নিজের গ্যাটের খরচ করে ছবি বানাই এই সমস্যাগুলার সম্মুখীন হতে হয় তবে আমার ধারনা ভবিষ্যতে প্রডিউসাররা এগিয়ে আসবেন ও আরো ভালো কাজ হবে বিশেষ করে আগে ছবি বানানো ছিল দুষ্কর আর স্বপ্নের মতন এখন বিজ্ঞানের উন্নতির দরুন টেকনোলেজি আরো এগিয়ে এবং বাজারে ভালো ভালো ডিজিটাল ক্যামেরা বেরিয়েছে যার কারনে চলচিত্র জগতে প্রতিনিয়ত নবীন মুভি মেকাররা বিপ্লব ঘটাচ্ছে আগামি দিনেও এই মুভি মেকিং এর রেশ আরো ছড়িয়ে পড়বে বলে আমি নিশ্চিত আর বিশেষ করে যারা ক্যামেরার পেছনে কাজ ও পরিশ্রম করেন সেই টিমের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশী” তবে বলাই বাহুল্য ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের যুবক জয় নিরুপম ভাদুড়ী স্বল্পদৈর্ঘ্যের ছবিসহ নানান তথ্যচিত্র বানিয়ে জেলা সহ সুদূর প্রবাসেও তার ছবির জন্য নাম ও প্রশংসা কুড়িয়েছেন, যে কারণে জেলার নামে ও সদর শহর বালুরঘাটের স্বর্ণ মুকুটে ফের এক নতুন পালক সংযোজন হল