117
thumb Captured By: আশীষ কুমার দুবে
              • 10-07-2022   1:46 PM •      Captured By: আশীষ কুমার দুবে   117

কিষান ক্ষেতমজুরদের নিয়ে সভা অনুষ্ঠিত হলো তমলুকে

আশীষ কুমার দুবে;:- পূর্ব মেদিনীপুর: - পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি তে কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের আয়োজনে ২১ শে জুলাই ধর্মতলা চলো কর্মসূচি প্রস্তুতি সভা ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন, সৌমেন মহাপাত্র মন্ত্রী সেচ ও জল সম্পদ পশ্চিমবঙ্গ সরকার , পূর্ণেন্দু বসু, রাজ্য সভাপতি কিষাণ ক্ষেতমজুর, তুষার কান্তি মন্ডল সভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস , বিকাশ চন্দ্র বেজ ম INTTUC সভাপতি কাঁথি সাংগঠনিক জেলা , সুধাংশ আদক শ্রমিক নেতা ও পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস সমস্ত ব্লক নেতৃত্ব। এদিন মূলত 21 ই জুলাই সভা নিয়ে সকলে বক্তৃতা রাখেন এবং এই জেলার মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন প্রতিবছর একটা করে নতুন অধ্যায় শুরু হয় ব্রিগেড এর 21 ই জুলাই সভা থেকে তাই পূর্ব মেদিনীপুর জেলা থেকে তৃণমূল কর্মীদের সেদিন সবাই কে যেতে হবে এবং গত বছর গুলো থেকে যেন আরও বেশি মানুষ যায় সেই ব্যবস্থা করতে হবে স্থানীয় নেতৃত্ব কে ।

প্ৰাক্তন মন্ত্রী তথা বর্তমানে রাজ্য কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি পূর্ণেন্দু বসু বলেন এই জেলা সব সময় একটা আবেগের কেন্দ্র তে থাকে তাই এবার এই জেলা থেকে বেশি সংখ্যক কিষান ভাই বোনদের দিদির ঐতিহাসিক সভায় যোগদান করতে হবে এবং তৃণমূল কংগ্রেস কার্যকরতা দের দেখতে হবে যাতে কোনো অসুবিধা না হয় । তিনি বলেন কলকাতার নেতাজি ইনডোর থেকে বিভিন্ন জায়গাতে দলীয় কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে । এদিন কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস এর মানুষের ভিড় ছিল যথেষ্ট। পূর্ব মেদিনীপুর জেলার শ্রমিক নেতা তথা সভাপতি শ্রমিক সংগঠনের বিকাশ চন্দ্র বেজ বলেন 21 ই জুলাই অমর শহীদ দের সভায় শ্রমিক সংগঠন থেকে রেকর্ড সংখ্যক মানুষ যাবেন এবার।